reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০১৮

অর্থমন্ত্রীর বক্তব্যে বিজেএমসির প্রতিবাদ

‘বিজেএমসি বন্ধ করে দেয়া উচিত’ অর্থমন্ত্রীর এই অবাস্তব ও অযৌক্তিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেএমসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে সব কর্মকর্তা-কর্মচারী বিজেএমসির প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে বুকে প্লাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফার এক দফা পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বিজেএমসিকে বিএমআরই করাসহ বিভিন্ন সরকারি সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করার দিকনির্দেশনা দিয়েছেন সেখানে অর্থমন্ত্রীর ‘বিজেএমসিকে অব্যবস্থাপনার জন্য একদম বন্ধ করে দেওয়া উচিত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিজেএমসির খপ্পরে পড়েছে।’ এ ধরনের অনাকাক্সিক্ষত বক্তব্যের মাধ্যমে সরকারকে বিব্রত করা হয়েছে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে হেয়প্রতিপন্ন করা হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্যের কারণে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে বিরূপ পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতে বিজেএমসির সবস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist