নিজস্ব প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০১৮

ঢাকায় আরেক রাইড শেয়ারিং সেবা ‘রেইডার’

ঢাকায় চালু হতে যাচ্ছে আরো একটি রাইড শেয়ারিং সেবা। গতকাল বুধবার ‘রেইডার’ নামের এ মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এতে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি দিয়ে পরিবহন সেবা দেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এ সেবার বিভিন্ন তথ্য তুলে ধরেন রেইডার রাইড শেয়ার এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল আরেফিন রাসেল এবং মুখপাত্র এম এম রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে শুধু অ্যান্ড্রয়েডচালিত মুঠোফোনের গুগল প্লে স্টোর থেকে জধুফবৎ অঢ়ঢ় ডাউনলোড করা যাবে। আইফোন ব্যবহারকারীদের জন্যও এই অ্যাপ ব্যবহারের সুবিধা নিশ্চিত করার কাজ চলছে। আগামী মাস থেকে আইফোন ব্যবহারকারীরাও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নতুন এই অ্যাপে কিছু বাড়তি সুবিধা আছে বলে জানান চেয়ারম্যান গোলাম সারওয়ার। প্রতিষ্ঠানটি প্রথমে আট হাজার গাড়ি নিবন্ধন করবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল আরেফিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist