নিজস্ব প্রতিবেদক

  ০৩ মার্চ, ২০১৮

চিত্রকর্মে জাতির ইতিহাস তুলে ধরা সম্ভব : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্পীর রং-তুলিতে উঠে আসে বিরল ও ভিন্নধর্মী চিত্রকর্ম। আর এসব চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাস তুলে ধরা সম্ভব। গতকাল শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী শাহ মাইনুল ইসলামের ‘স্মরণ-৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, এ শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে এবং তরুণ শিল্পীদের এ কাজে উৎসাহিত করবে। বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে জাতির জনকের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা আমাদের গৌরবের ধারা বহন করে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে। এ সময় স্পিকার শিল্পী শাহ মাইনুল ইসলামের ‘স্মরণ-৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন এবং শিল্পকর্মের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রনো প্লাসর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্পী চন্দ্র শেখর দে, সমালোচক মইনুদ্দীন খালেদ, এস কে এস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী এবং শিল্পী শাহ মাইনুল ইসলাম। জাতীয় সংসদের হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ মো. শাহাব উদ্দিনসহ দেশের বরেণ্য শিল্পী এবং কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist