নিজস্ব প্রতিবেদক

  ০২ মার্চ, ২০১৮

‘মাদকের সঙ্গে জড়ালে চাকরি থাকবে না’

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কোনো কর্মকর্তা-কর্মচারী মাদক সেবন, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীদের সহযোগিতার মতো কোনো কাজে জড়ালে চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদফতরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মহাপরিচালকের কাছে সাংবাদিকরা জানতে চান, অধিদফতরের অনেক কর্মকর্তা-কর্মচারী মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে কী করছেন? জবাবে জামাল উদ্দীন বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এলে এবং তদন্তে তা প্রমাণিত হলে চাকরি থাকবে না। এ ব্যাপারে সব সময়ই কঠোর ভ‚মিকা থাকবে।’

প্রশ্নের জবাবে জামাল উদ্দীন বলেন, দেশে মোট কত মাদকসেবী আছে, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তাদের কাছে নেই। তবে ধারণা করা হয়, এই সংখ্যা ৫০ লাখ থেকে ৭০ লাখ হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক বলেন, স¤প্রতি বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। সংবাদ সম্মেলনের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist