আদালত প্রতিবেদক

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

কাপ্তানবাজারে রাজন হত্যা

মৃত্যুদন্ড ৩ : যাবজ্জীবন ৩

রাজধানীর কাপ্তানবাজারে ব্যবসায়ী রাজন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদ- এবং তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন কারাদ- পাওয়া তিনজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদ- করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।

আসামিরা হলোÑ মো. মোস্তাফিজুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন জয়, মো. আলমগীর ঢালী, মো. মাসুদ আহমেদ ইমন, নাজমুল ও নিয়ামত। এদের মধ্যে মো. মোস্তাফিজুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেন জয় জামিনে গিয়ে পলাতক রয়েছে। আর নাজমুল ও নিয়ামত মামলার শুরু থেকে পলাতক রয়েছে। মো. আলমগীর ঢালী ও মো. মাসুদ আহমেদ ইমন কারাগারে আছে। তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সামসুর রহমান এ তথ্য জানান। ২০১৫ সালের ১৫ অক্টোবর রাজনকে হত্যা করা হয়। মো. সামসুর রহমান বলেন, ২৮ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলায় ছয় আসামির মধ্যে চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং হত্যার দায় স্বীকার করেছে। আদালতে বিচারক রায় পড়ার সময় রাজনের মা-বাবা উপস্থিত ছিলেন। রাজনের বাবা বলেন, আমার নিরীহ ছেলেটাকে মেরে ফেলেছে এই আসামিরা। আমার ছেলের হত্যার বিচার পেয়েছি। এই রায়ে আমি খুশি। আমি চাই এই রায় যেন বহাল থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist