ঢাবি প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

নৃ-গোষ্ঠীর ভাষার ওপর জরিপ দরকার

ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর ভাষা পরিস্থিতি নিয়ে জরিপ চালানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি হবে। এর আগেই বাংলাদেশে ভাষা পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ জরিপ রিপোর্ট প্রকাশ করা দরকার। এ ক্ষেত্রে ভাষাবিজ্ঞান বিভাগকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ আয়োজিত দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। উল্লেখ্য, দিনব্যাপী সেমিনারে দুটি পর্বে দেশ-বিদেশের পাঁচজন ভাষা বিশেষজ্ঞ প্রবন্ধ উপস্থাপন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist