নিজস্ব প্রতিবেদক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

মাইলস্টোন কলেজে মাতৃভাষা দিবস পালন

ভাষা শহীদদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে বুকে কালোব্যাজ ধারণ ও শিশির ভেজা ভোরে খালি পায়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি/ আমি কি ভুলিতে পারি’ কালজয়ী গানে প্রাণের সুর ছড়িয়ে চলা প্রভাত ফেরিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ী মাঠে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলমের নেতৃত্বে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist