নিজস্ব প্রতিবেদক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

চাকরির বয়স ৩৫ না করা পর্যন্ত ‘অনশন চলবে’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা না হলে আমরণ অনশন কর্মসূচি চলবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনশনরত অবস্থায় তারা এই দাবির কথা জানান। সংগঠনটির মুখপাত্র সঞ্জয় দাস বলেন, ‘যত দিন আমাদের দাবি মেনে না নেওয়া হবে তত দিন পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’ চাকরির সময়সীমা ৩৫ বছর করার দাবি নিয়েই মূলত আন্দোলনে নেমেছেন ছাত্ররা। এই দাবিতে ২৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় সাধারণ ছাত্র পরিষদ। কিন্তু কোনো আশ্বাস না পেয়ে একই জায়গায় ১ ফেব্রæয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন ছাত্ররা। গতকাল শুক্রবার থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। বক্তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist