রাবি প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

৬ দফা দাবি রাবি প্রগতিশীল ছাত্রজোটের

ছাত্র সংসদ নির্বাচনসহ ছয় দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুর দেড়টায় সংগঠনটির দলীয় টেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতি তারা এ দাবি জানান।

প্রগতিশীল ছাত্রজোটের অন্য দাবিগুলো হলো- প্রশ্নফাঁস ও শিক্ষাখাতে ঘুষ-দুর্নীতিতে জড়িতদের গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে, জোট নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে, ক্যাম্পাসে সিট বাণিজ্য, র‌্যাগিং ও দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজের সংকটের স্থায়ী সমাধান করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবি প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক তাসবির-উল-ইসলাম কিঞ্জল বলেন, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রায়ই হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ ছাড়াও প্রশ্নফাঁসের যে হিড়িক চলছে তাতে দেশের শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের কিনারে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকায় ছাত্রদের প্রতিনিধিত্ব করারও কেউ নাই।

সংবাদ সম্মেলনে রাবি সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সভাপতি লিটন দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এএম শাকিল হোসেন, রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist