গাজীপুর প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

মহাসড়কে কাউকে আহত দেখলে ১৬৪৬৫ এ কল!

গাজীপুরে মহাসড়কে দুর্ঘটনায় কাউকে আহত দেখলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার জন্য ১৬৪৬৫ এ কল করার আহ্বান জানানো হয়েছে। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবাদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ট্রমালিংক’ এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম শুরু করেছে। গতকাল রোববার বিকেল গাজীপুরের ‘ট্রমালিংক’-এর ওই কার্যক্রম উদ্বোধন করেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। ট্রমালিংকের প্রতিষ্ঠাতা ও হার্ভার্ড-প্রশিক্ষিত জরুরি চিকিৎসা সেবায় অভিজ্ঞ ড. জন মৌসালির সভাপতিত্বে গাজীপুর সিটি করপোরেশনে টেকনগপাড়া এলাকায় বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের (গাজীপুর রিজিয়ন) পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাজীপুরের সিভল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক, গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান (লিটন), ট্রমালিংকের অ্যাডভাইজার বিধান চন্দ্র পাল।

আয়োজকরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের পথে ১০ কিলোমিটার এলাকায় কোনো সড়ক দুর্ঘটনা হলে ট্রমালিংকের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিনামূল্যে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবে। আরো জানানো হয়, স্থানীয় জনগণের সহায়তায় এটি স্বেচ্ছাসেবী সেবা প্রদান করে। ট্রমালিংক সেবা মডেল সার্বক্ষণিক একটি হটলাইন নম্বর ব্যবহার করে এবং প্রশিক্ষিত স্থানীয় স্বেচ্ছাসেবকদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসাসহ সেবা প্রদানের জন্য নিয়োগ করা হয়। ট্রমালিংক ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-আরিচা মহাসড়কের ৮০ কিলোমিটার এলাকায় জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist