নিজস্ব প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

মধ্য বাড্ডায় ভেঙে পড়েছে ইউলুপের ভিম

রাজধানীর মধ্য বাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার ভিম ভেঙে পড়েছে। এ ঘটনার পর পুলিশ রাস্তাটি বন্ধ করে দেয়। এতে বাড্ডা-রামপুরা এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের সহযোগীতায় ভিমটি সরালে যানজট কিছুটা কমে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার সময় ভিমটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ জানায়, ইউলুপের একটি লোহার ভিম রাস্তার ওপর ভেঙে পড়ে শনিবার সকালে। আধা ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় সেটি সরিয়ে নেওয়া হয়। পরে সকাল পৌনে ৯টা থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তায় দুই ধারে অসংখ্য গাড়ি আটকে আছে। অফিসগামী অনেক মানুষ হেঁটে অফিসের দিকে রওনা করছেন। ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ মামুন জানান, নির্মাণাধীন ইউলুপের লোহার ভিম রাস্তার ওপর ভেঙে পড়ায় যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়। ওই সমস্যার সমাধান হলেও যানজট কাটেনি। তিনি বলেন, যাত্রী, চালক ও পথচারীদের অসহযোগিতামূলক আচরণের কারণে প্রথমে যানজট কমানো যায়নি। রাস্তায় পার্কিং করা গাড়ি র‌্যাকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। দুপুর পৌনে ১২টার দিকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় বলেও তিনি জানান।

উল্লেখ্য, রাজধানীর গুলশান থেকে হাতিরঝিল হয়ে রামপুরামুখী যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় দুই বছর আগে মধ্য বাড্ডায় ইউলুপ নির্মাণের কাজ শুরু হয়। এ লক্ষ্য নিয়েই হাতিরঝিল প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করে ইউলুপ নির্মাণের পরিকল্পনা করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কিন্তু দুই বছরেও ইউলুপের কাজ শেষ হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist