নিজস্ব প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০১৮

আনিসুল হকের নামে তেজগাঁওয়ের সড়ক

সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের নামে তেজগাঁওয়ে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তেজগাঁও সাত রাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটির নাম দেওয়া হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’। গতকাল রোববার এই সড়কের নামফলক বসবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সচিব দুলাল কৃষ্ণ সাহা। এর আগে গত ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত ২১তম করপোরেশন সভায় সড়কের এ নামকরণের সিদ্ধান্ত হয়। একই সভার সিদ্ধান্ত অনুযায়ী বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান- ২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক’ রাখা হয়েছে বলেও জানা গেছে।প্রসঙ্গত প্রয়াত মেয়র আনিসুল হকই এই সড়কটিকে দখলমুক্ত করে সুন্দর করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist