চট্টগ্রাম ব্যুরো

  ২৮ জানুয়ারি, ২০১৮

পলোগ্রাউন্ড মাঠ ক্রীড়ার সূতিকাগার

রেলপথ সচিব

চট্টগ্রামের নগরের পলোগ্রাউন্ড মাঠকে বাংলাদেশ ও উপমহাদেশের ক্রীড়ার সূতিকাগার বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। গতকাল শনিবার পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ রেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দুদিনের এ প্রতিযোগিতা শেষ হবে আজ রোববার। প্রধান অতিথির বক্তব্যে রেলসচিব বলেন, বন্দর নগর চট্টগ্রামের এই পলোগ্রাউন্ড মাঠ থেকে বাংলাদেশে অনেক খ্যাতিমান খেলোয়াড় তৈরি হয়েছে। এখনো হচ্ছে। পলোগ্রাউন্ড মাঠ বাংলাদেশ ও উপমহাদেশের ক্রীড়ার সূতিকাগার। তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে সুস্থ শরীরের ওপর। তাই যারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করেন তারা সতেজ ও সুস্থ থাকেন। ফলে প্রফুল্ল মনে কাজ করতে পারেন। বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রক বোর্ডের সভাপতি ও রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুল হাই বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে রেল কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা হয়। আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি। ফলে কারো সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকে না। এ প্রতিযোগিতা বছরে অন্তত একবার সেই সুযোগ করে দেয়। এতে আমরা সবাই নির্মল আনন্দ উপভোগ করি। প্রতিযোগিতায় হার-জিত বড় কথা নয়। অংশ নেওয়াটাই বড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) রফিকুল আলম, অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) জহিরুল ইসলাম, জিএম (লাকসাম) মোজাম্মেল হকসহ রেলের বিভিন্ন অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist