নিজস্ব প্রতিবেদক

  ২৬ জানুয়ারি, ২০১৮

পাঁচ একর জায়গা উদ্ধার করল ডিএনসিসি

রাজধানীর গাবতলী ও গুলশানে রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শতাধিক দোকান ও অবৈধ দখলে থাকা পাঁচ একর জায়গা উদ্ধার করেছে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাবতলী বেড়িবাঁধ এলাকা থেকে প্রায় ১শ’ অস্থায়ী দোকান ও অবৈধভাবে স্থাপিত ইট-বালু বিক্রয়কেন্দ্র উচ্ছেদ করে প্রায় পাঁচ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।

এছাড়া গুলশান-২ নম্বরে সদ্য চালু করা গণশৌচাগারের পাশে অবৈধভাবে স্থাপিত একটি খাবার দোকান ও প্রায় ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist