নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৮

বিয়েতে জোরে গানবাজনার প্রতিবাদ করায় বৃদ্ধ খুন

রাজধানীর ওয়ারীতে বিয়েবাড়িতে উচ্চস্বরে গানবাজনার প্রতিবাদ করায় নাজমুল হক (৬৫) নামে এক অসুস্থ ব্যক্তিকে মারধর ও হত্যার অভিযোগ উঠেছে। ওয়ারীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৪৪ নম্বর বাড়ির সামনে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ হত্যাকান্ড ঘটে বলে অভিযোগ করেছেন নাজমুলের স্বজনরা। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে নিকটস্থ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

নাজমুলের পুত্রবধূ সাদিয়া নাসরিন জানান, বহুতল বাড়িটির অষ্টমতলায় পরিবারের সঙ্গে থাকেন তারা। ওই বাড়ির পঞ্চম তলায় থাকেন আলতাব হোসেন নামে এক ব্যক্তি ও তার পরিবার। গত বৃহস্পতিবার রাতে আলতাবের ভাতিজা হৃদয়ের গায়েহলুদের অনুষ্ঠান চলছিল ভবনের ছাদে। এ সময় বেশ উচ্চস্বরে গানবাজনা চলছিল। সাদিয়া আরো জানান, চার বছর আগে তার শ্বশুর নাজমুলের বাইপাস সার্জারি হয়। সাদিয়ার দাবি, এই অবস্থায় ছাদে গায়েহলুদের অনুষ্ঠানে জোরে জোরে গানবাজনার প্রচন্ড শব্দে অসুস্থ হয়ে পড়েন নাজমুল। এ কারণে নাজমুলের ছেলে অর্থাৎ সাদিয়ার স্বামী নাসিমুল হক ছাদে গিয়ে গানবাজনার আওয়াজ কমাতে বলেন। এই নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এর জের ধরে শুক্রবার সকালে ভবনের নিচতলায় আলতাব, বর হৃদয়, নিলয় এবং কয়েকজন মিলে নাজমুল ও নাসিমুলকে ডেকে নিয়ে মারধর করে। বেধড়ক মারধরের কারণে নাজমুল অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নিকটস্থ আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওয়ারী থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, মূলত বিয়েতে জোরে গান বাজানোকে কেন্দ্র করে এই গন্ডগোল হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist