জাবি প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৮

জাবির সঙ্গে চীনা ভার্সিটির সমঝোতা স্বাক্ষর

শিক্ষা ও গবেষণার উদ্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। জাবির কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও চীনের উক্ত ইউনিভার্সিটির প্রতœতাত্ত্বিক বিভাগের পরিচালক অধ্যাপক জিন জেনগাও নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় জাবির প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষক ও গবেষকগণ দ্বিপক্ষীয় শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। এছাড়াও প্রতœতত্ত্ব বিভাগে গবেষণাগার স্থাপনের সম্ভাবনা রয়েছে। এ সময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপউপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, চীনের উক্ত ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আনচান পান, ছিন লু, গং লি প্রমুখসহ প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist