নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৮

ঢামেকের নতুন ভবনে ময়লার স্তূপে আগুন : আতঙ্ক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় কনফারেন্স রুমে স্টিলের ছাউনিতে জমে থাকা ময়লার স্তূপে অগ্নিকা- ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত হলেও হাসপাতালে দায়িত্বরত আনসার ও রোগীর স্বজনরা জীবনের ঝুঁকি নিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ভবনে ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা রোগীরা স্বজনদের সাহায্যে সিঁড়ি বেয়ে নামতে থাকেন। এ সময় অনেককে বলতে দেখা যায় হাসপাতালে কি পরিচ্ছন্ন কর্মী নেই? ছাউনিতে জমে থাকা ময়লার স্তূপে আগুন লাগে কীভাবে?

এদিকে, খবর পেয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ও নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াদ ঘটনাস্থলে ছুটে আসেন।

এ সময় ওয়ার্ড মাস্টার মো. রিয়াদ বলেন, হাসপাতালে আগত রোগীর স্বজনদের নিক্ষিপ্ত সিগারেটের আগুনে ময়লার স্তূপে আগুন লাগতে পারে। এক প্র্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের ছাদের ওপর স্তূপ হওয়া ময়লা-আর্বজনা গতকালই পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist