জাবি প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৮

জাবিতে পাখি মেলা শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ তম ‘পাখি মেলা ২০১৮’। সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রধান অতিথি জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম পাখি মেলার উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে জাবিসাসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পাখি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ক্যাম্পাসে পাখি মেলা অনুষ্ঠিত হবে। এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, চ্যানেল টোয়েন্টিফোর, আইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগ। দিনব্যাপী মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা স্টল সাজানো প্রতিযোগিতা প্রভীতি আয়োজন থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist