রাজশাহী প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০১৮

রামেক হাসপাতালে ১৩ দিনে ৭৯ নবজাতকের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ১৩ দিনে ৭৯ নবজাতকের মৃত্যু হয়েছে। তবে এদের মধ্যে ঠান্ডাজনিত রোগে কতজন মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

রামেক শিশু বিভাগের প্রধান প্রফেসর ড. সানাউল হক বলেন, অব্যাহত শৈত্যপ্রবাহেও রামেক হাসপাতালে অন্যান্য বছরের তুলনায় ঠান্ডাজনিত শিশু রোগী ভর্তির সংখ্যা এবার কম। মানুষ আগের চেয়ে অনেক সচেতন ও শিশুদের যতœ নেওয়ার কারণে এবার ঠান্ডাজনিত রোগে কম আক্রান্ত হয়েছে। তাই অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সবচেয়ে কম ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ভর্তি হয়েছে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, এবার তীব্র শীত পড়লেও শিশু রোগীর সংখ্যা বাড়েনি। এবার যে কয়েক শিশু মারা গেছে তারা শীতজনিত রোগের চেয়ে অন্য রোগে বেশি আক্রান্ত ছিল। বছরের অন্য সময়ের চেয়েও এবারের শীতে শিশু রোগী কম ভর্তি হয়েছে বলে জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৩ দিনে রামেকের শিশু বিভাগের চারটি ওয়ার্ডে শিশু রোগী ভর্তি হয়েছে ৭২১ জন। এর মধ্যে রয়েছে ১০নং ওয়ার্ডে ১৭২ জন, ২৭নং ওয়ার্ডে ১৬৭ জন, ২৪নং ওয়ার্ডে ৯০ জন এবং ২৪নং নবজাতক ওয়ার্ডে ২৯২ জন। কতজন ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল সূত্র। তবে ১৩ দিনে ১৩ শিশু মারা গেছে। এর মধ্যে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া ও ডায়রিয়ায় মারা গেছে তিন শিশু।

এছাড়া ২৪নং নবজাতক ওয়ার্ডে ২৯২ জনের মধ্যে গত ১৩ দিনে মারা গেছে ৭৯ নবজাতক। যাদের বয়স ১ থেকে ২৮ দিনের মধ্যে। এদের মধ্যে ঠান্ডাজনিত রোগে কতজন মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এগুলো স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছেন ওই ওয়ার্ডে সহকারী রেজিস্ট্রার ডা. বিধান চন্দ্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist