নিজস্ব প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০১৮

ঘুড়ি ও ফানুস উড়িয়ে সাকরাইন উৎসব

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পুরান ঢাকায় উদযাপিত হচ্ছে দুই দিন্যাপী সাকরাইন উৎসব। গতকাল ছিল পৌষ সংক্রান্তি তথা সাকরাইন উৎসবের প্রথম দিন। পুরান ঢাকার গে-ারিয়া, নারিন্দা, বংশাল, টিকাটুলি এলাকার প্রতি বাড়ি ছাদে বিকেল থেকে শুরু হয় ঘুড়ি ওড়ানো শুরু হয়।

দিনের আলো কমে এলে ঘুড়ির জায়গা দখল করে নেয় আলোর ঝলকানি। ওড়ানো হয় ফানুস। কেউ কেউ ড্রাগনের মতো মুখ দিয়ে অবিরাম বের করতে থাকেন আগুন। কারো ছাদ থেকে আকাশে উড়ে যায় তীব্র আলো। আকাশজুড়ে আতশবাজি, পটকার সঙ্গে যোগ হয় মিউজিক ও লাইটিং। সন্ধ্যায় শুরু হওয়া আনন্দ আয়োজন থামার নাম নেই। বাড়ির সবাই উঠে গেছেন ছাদে। নিজেদের আয়োজনের পাশাপাশি দেখছেন পাশের ছাদের উৎসব। ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মোঃ শুকুর সালেক বলেন, বিকেলে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাকরাইন উৎসবের প্রথম দিনের দ্বিতীয় পর্বের আয়োজন। কালাপাহাড়, চোখদার, চুমকিদার, সাপঘুড়ি, ড্রাগনঘুড়ি, লেজদার, লালপাহাড়, মালাদারসহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ঘুড়ি উড়ানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist