নিজস্ব প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০১৮

তেজগাঁওয়ে নিহত তিন জঙ্গির একজনের পরিচয় মিলেছে

রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির একজনের পরিচয় মিলেছে। জাহিদ নামের ওই জঙ্গির আসল নাম মেজবা উদ্দিন। নিহত জঙ্গির আঙুলের ছাপে তার জাতীয় পরিচয়পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে, নিহত জঙ্গি মেজবার মা-বাবা, স্ত্রী ও ভাই জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা থেকে ঢাকায় আনা হচ্ছে।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল বলেন, গত বৃহস্পতিবার রাতে জঙ্গি অভিযানের পর শুক্রবার সকালে রুবি ভিলার ভেতরে ঢোকে র‌্যাব। ওই সময় ভবনের পঞ্চমতলায় জাহিদ ও সজিব নামে দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। তবে পরিচয়পত্রে ছবি ছিল একজনেরই। পরিচয়পত্র দুটিতে ভিন্ন ভিন্ন তথ্য-উপাত্ত থাকায় তাৎক্ষণিকভাবে জাহিদের সঠিক পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে জানা যায় পরিচয়পত্র দুটোই ভুয়া। মিল পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, জাহিদের আসল নাম মেজবা উদ্দিন। বাবার নাম এনামুল হক ও মায়ের নাম তাহমিনা আক্তার। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

র‌্যাব জানায়, ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে গত ৪ জানুয়ারি বাসা ভাড়া নিয়েছিল জঙ্গিরা। শুক্রবার দুপুরে ব্রিফিংকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, জাহিদ নামের এক জঙ্গি রুবি ভিলার পঞ্চমতলা ভাড়া নিয়েছিল। ফ্ল্যাটের অন্যরা জানান, জাহিদ সকালে বাসা থেকে বের হয়ে রাতে ফিরত। ওই রুমের অন্য দুজনকে তারা বাসা থেকে বের হতে দেখেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist