চট্টগ্রাম ব্যুরো

  ১২ জানুয়ারি, ২০১৮

ব্রোকারদের তথ্যভা-ার করার কার্যক্রম শুরু

পণ্য পরিবহনে শৃঙ্খলা আনতে ব্রোকারদের তথ্য ভান্ডার করার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরের সদরঘাট থানাধীন কদমতলী ট্রাকস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ ফরম বিতরণ প্রক্রিয়া শুরু হয়। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহনের জন্য ট্রাক, কভার্ড ভ্যান ভাড়া নেওয়ার মূল কাজটি করেন ব্রোকাররা। তবে কতজন এ কাজে জড়িত, তার কোনো সঠিক তথ্য নেই। এজন্য ব্রোকারদের তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বলেন, পণ্য পরিবহনের কাজে জড়িত শতাধিক ব্রোকার থাকলেও আবার তাদের অধীনে কিংবা আলাদাভাবে আরো দুই থেকে তিনশতাধিক মানুষ এ কাজ করছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে ব্রোকারদের তথ্য ফরম পূরণ করে জমা দিতে হবে। পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্রোকারদের জন্য তৈরি করা হবে কার্ড। আর কার্ড ছাড়া কেউ পরিবহন ব্রোকারের কাজ করতে পারবে না।

অনুষ্ঠানে ট্রাক-কভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির আহ্বায়ক চৌধুরী জাফর আহমেদের সভাপতিত্বে ও সুফিউর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist