চট্টগ্রাম ব্যুরো

  ১১ জানুয়ারি, ২০১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামে বঙ্গবন্ধুসহ তিন আ.লীগ নেতার ভাস্কর্য স্থাপন করা হলো না

অনুমতি না নেওয়ায় চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটের প্রবেশ পথে নির্মাণাধীন একটি স্থাপনা গতকাল বুধবার দুপুরে ভেঙে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ীরা দাবি করছেন, সেখানে তারা বঙ্গবন্ধুসহ তিন আওয়ামী লীগ নেতার ভাস্কর্য বানাচ্ছিলেন।

ব্যবসায়ীদের দাবি, জহুর হকার্স মার্কেটের লালদীঘি অংশের প্রবেশ পথের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জহুর হকার্স মার্কেট যার নামে সেই প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরী এবং সম্প্রতি প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন তারা। এর অংশ হিসেবে নির্মাণকাজ শুরু হয়। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এসে নির্মাণাধীন এসব স্থাপনা ভেঙে দেয়। এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা দোকানপাট বন্ধ করে দেন।

চট্টগ্রাম পৌর জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, দুপুরে সিটি করপোরেশনের লোকজন যখন এসেছিল, তখন নামাজের সময় বিধায় সমিতির নেতারা কেউ ছিলেন না। বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অবৈধ বলে তারা সেটা ভেঙে দিয়ে চলে গেছে। এতে আমরা চরম ক্ষুব্ধ।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন বলেন, সেখানে নালার ওপর সø্যাব বসিয়ে একটি স্থাপনা করা হচ্ছে। সেজন্য কোনো অনুমতি নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। হকার্স সমিতির নেতাদের আমরা বলেছি, আপনারা মেয়র মহোদয়ের অনুমতি নিয়ে আসুন। এরপর আমরা চলে আসি। বঙ্গবন্ধুসহ তিন আওয়ামী লীগ নেতার ভাস্কর্য ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সেখানে শুধু একটা দেয়াল ছিল। আর কিছু ছিল না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist