জাবি প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০১৮

সচেতন হলে পক্ষাঘাত থেকে মুক্তি সম্ভব

‘মানুষ সচেতন হলে দুর্ঘটনাজনিত কারণে পক্ষাঘাত হওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারে।’Ñএমন মন্তব্য করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ. টেইলর। গতকাল সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পক্ষাঘাতগ্রস্তদের সেবা দানের জন্য তিনি বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পক্ষাঘাতগ্রস্তদের সেবাদান ও পুনর্বাসনের জন্য সিআরপি প্রতিষ্ঠা করেছেন। কারণ অসুস্থ মানুষের সেবা করার মধ্যদিয়ে ¯্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়। সেবার মধ্যেই পরম সুখ আছে। তিনি আরো বলেন, বাংলাদেশের কয়েকটি জায়গায় সিআরপির শাখা খোলা হয়েছে। এতে মানুষের দ্বারে সেবা পৌঁছে দেওয়া সহজ হচ্ছে। সেমিনারে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ড. সামসুন্নাহার খানমের সভাপতিত্বে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সামসুন্নাহার খানম ভেলরি এ. টেইলরের জীবনী তুলে ধরেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist