লাইফস্টাইল ডেস্ক

  ০৩ জুলাই, ২০১৭

বর্ষায় দেহের যত্ন

বর্ষায় দেহ মলিন হয়ে পড়ে, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ বেশি হয়। সে কারণে বর্ষায় নির্দিষ্ট কিছু উপায় মেনে চললে দেহকে ভালো রাখা যায়। নিচে কিছু পরামর্শ তুলে ধরা হলো-

* প্রতিদিন অন্তত দুইবার, বিশেষ করে সকালে ও রাতে ঘুমানোর আগে মুখ ধুতে ভুলবেন না। এ ছাড়া ত্বকের পিএইচের মাত্রা বজায় রাখতে টোনার ব্যবহার করুন।

* বর্ষায় ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন; বিশেষ করে হালকা ধরনের কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করলে উপকার পাবেন।

* সূর্যের আলো তেমন প্রখর না হলেও অতিবেগুণি রশ্মির প্রভাব কিন্তু ঠিকই থাকে। এতে দেহের ক্ষতি হতে পারে। তাই বর্ষাতেও সানব্লক ব্যবহার করুন।

* সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করুন। এ ক্ষেত্রে হালকা ধরনের স্ক্রাব ব্যবহার করতে পারেন।

* আঁটসাঁট জুতা এড়িয়ে চলুন। এতে ঘাম ও পানির কারণে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে।

* প্রচুর ফল খান এবং পর্যাপ্ত পানি পান করুন। এতে শরীর ভালো থাকবে, মনও থাকবে ফুরফুরে মেজাজে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist