লাইফস্টাইল ডেস্ক

  ১২ জুন, ২০১৭

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ফেসপ্যাক

মধু এবং দইয়ের তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হওয়ার পাশাপাশি দূর হবে ত্বকের ব্রণ ও বলিরেখা। জেনে নিন কিভাবে বানাবেন ফেসপ্যাক-

৭টি গোলাপের পাপড়ি, ২ চামচ গোলাপজল, ২ চামচ দই এবং ১ চামচ মধু লাগবে এটি বানাতে। পরিমাণ মতো গোলাপজলে গোলাপের পাপড়িগুলো কমপক্ষে ৫ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর পাপড়ি পিষে তাতে মধু এবং দই মিশিয়ে ভালো করে নেড়ে নিন। পেস্ট ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই ত্বকের ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। ফলে এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল। বলিরেখা কমাতে জুড়ি নেই দই ও মধুর ফেসপ্যাকের। ফেসপ্যাকটির সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগালে আরো বেশি উপকার পাওয়া যায়। টানা ১০-১২ দিন এটি ব্যবহার করলে ত্বক টানটান হবে।

দই এবং মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট থাকে। ফলে এই ফেসপ্যাকটি ব্রণ কমাতে দারুণ কার্যকর। শুধু তাই নয়, ত্বকের ওপরের অংশে জমে থাকা মৃত কোষের আবরণ সরিয়ে দিয়ে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত করে। রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন চমৎকার এই ফেসপ্যাকটি। পাশাপাশি চুলকানি এবং ত্বকের লাল ভাব কমাতেও দারুণ কাজে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist