লাইফস্টাইল ডেস্ক

  ১৫ মে, ২০১৭

চুলের সৌন্দর্য রক্ষায় ডিম

ডিম শুধু শরীরের পুষ্টিই জোগায় না, চুলের সৌন্দর্যও রক্ষা করে। অতএব রূপচর্চার ক্ষেত্রেও ডিমের অবদান গুরুত্বপূর্ণ। এছাড়া ত্ব¡কের যত ডিমের ব্যবহারও কম গুরুত্বপূর্ণ নয়। আসুুন জেনে নিই চুলের যতেœ ডিমের ব্যবহার নিয়ে কয়েযকটি টিপস-

অ্যাভোকাডো ভিটামিনসমৃদ্ধ একটি ফল। চুলের হেলদি গ্লো আনতে এর জুড়ি নেই। দুটি ডিমের কুসুম আর সঙ্গে একটি অ্যাভোকাডোর অর্ধেকটা নিয়ে ভালো করে মিক্স করুন। এবার এর সঙ্গে এক চামচ মধু মেশান। এরপর এই প্যাকটা মাথায় লাগিয়ে রাখুন আধঘণ্টা। এটি চুলে ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে। এতে চুল যেমন ঝলমলে মসৃণ হবে, তেমনি রাফনেস চলে যাবে এবং পাতলা চুল ঘন হবে।

ডিমের কুসুমের সঙ্গে টকদই মিশিয়ে এর সঙ্গে এক চা চামচ মধু (ইচ্ছা) মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। ড্রাই এবং ড্যামেজ চুল নিমেষে গায়েব হয়ে চুল হবে ময়েশ্চারাইজড আর কোমল।

যদি বেশি কিছু করতে ইচ্ছে না করে সিম্পলি চুলের ঘনত্ব বুঝে ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর পাবেন রেশমি উজ্জ্বল ঝরঝরে চুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist