লাইফস্টাইল ডেস্ক

  ১৫ মে, ২০১৭

গরমে যত্নে রাখুন পা

শীতে বেশিরভাগ সময় পায়ে জুতা থাকে, স্যান্ডেলের ব্যবহার হয় কম। কিন্তু গরমে হয় তার উল্টো। জুতার বদলে তখন পায়ে থাকে স্যান্ডেল। ফলে ধুলোবালি জমে পায়ে বিভিন্ন সমস্যা তৈরি করে। সম্প্রতি রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে পা সুন্দর রাখার জন্য সহজ উপায় তুলে ধরা হয়। এবার সেই উপায়গুলো দেখে নিন-

এক্সফলিয়েট : ঝামাপাথর দিয়ে দুদিন পরপর গোড়ালি ঘষতে হবে। এতে জমে থাকা বাড়তি চামড়া এবং মৃত কোষ দূর হবে। এক্ষেত্রে পা কিছুক্ষণ কুসুম গরম পানিতে শ্যাম্পু গুলিয়ে ভিজিয়ে রাখুন। ময়লা আলগা হলে সহজেই উঠে আসবে। এছাড়া বডি স্ক্রাবার দিয়েও পায়ের ওপরের ত্বক পরিষ্কার করতে হবে। তবে কখনো বাড়তি চাপ দিয়ে পা ঘষা ঠিক হবে না, এতে ত্বকের ক্ষতি হতে পারে।

ফাটা ত্বকের যতœ : স্যান্ডেল পরার জন্য পায়ের ফাটাভাব দেখা গেলে মোটেও ভালো লাগবে না। তাই রাতে ঘুমানোর আগে এবং দিনে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সব থেকে ভালো হয় গোসলের পরপরই ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগালে। এতে পায়ের আর্দ্রতা বজায় থাকবে।

নখ কাটা : পায়ের নখ অতিরিক্ত বড় হয়ে গেলে দেখতে মোটেও ভালো লাগবে না। তাই সুন্দরভাবে কেটে আকার ঠিক রাখতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist