ক্রীড়া প্রতিবেদক

  ১৫ ডিসেম্বর, ২০১৭

আট বছর পর ঢাকায় ত্রিদেশীয় সিরিজ

এক মাসেরও বেশি সময় ধরে বিপিএল উন্মাদনায় বুঁদ হয়েছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিপিএল শেষ হতে না হতেই তাদের জন্য আনন্দের খবর, নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হচ্ছে পঞ্চাশ ওভারের জমজমাট লড়াই।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ১৫ জানুয়ারি। ওই ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। প্রতিটি দল গ্রুপ পর্বে দুবার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর সেরা দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ২৭ জানুয়ারি শেরে বাংলা স্টেডিয়ামেই মঞ্চস্থ হবে শিরোপা নির্ধারণী লড়াই।

সিরিজে অংশ নিতে ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। দুদিন বাদে বিকেএসপিতে তারা এক দিনের প্রস্তুতি ম্যাচে খেলবে। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। সেই দিনই ঢাকায় আসবে অপর দল শ্রীলঙ্কা। লঙ্কানদের অবশ্য কোনো প্রস্তুতি ম্যাচ নেই। সবশেষ ২০১০ সালে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ওই সিরিজে শিরোপা জিতেছিল লঙ্কানরা। সিরিজ শেষে দেশে ফিরবে জিম্বাবুয়ে দল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে রয়ে যাবে লঙ্কানরা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের দ্বিতীয় ম্যাচটি দিয়ে সিলেটবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে চার বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে নয়নাভিরাম সিলেটে।

ত্রিদেশীয় সিরিজ-এর সূচি

তারিখ মুখোমুখি ভেন্যু সময়

১৫-১-২০১৮ বাংলাদেশ-জিম্বাবুয়ে মিরপুর দিবারাত্রি

১৭-১-২০১৮ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে মিরপুর দিবারাত্রি

১৯-১-২০১৮ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর দিবারাত্রি

২১-১-২০১৮ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে মিরপুর দিবারাত্রি

২৩-১-২০১৮ বাংলাদেশ-জিম্বাবুয়ে মিরপুর দিবারাত্রি

২৫-১-২০১৮ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর দিবারাত্রি

২৭-১-২০১৮ ফাইনাল মিরপুর দিবারাত্রি

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

প্রথম টেস্ট : ৩১ জানুয়ারি ২০১৮, চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট : ৮ জানুয়ারি ২০১৮, মিরপুর

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ

তারিখ ভেন্যু সময়

১৫-২-২০১৮ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সন্ধ্যা

১৮-২-২০১৮ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সন্ধ্যা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist