ক্রীড়া প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৭

অতীত ভুলে এগোনোর প্রত্যয়

দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশকে আগেও নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু মুশফিকুর রহিমের কাছে হারাতে হয়েছিল সেটা। ছয় বছর পর নেতৃত্বে রদবদল। ফের টেস্ট দলের অধিনায়ক হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানালেন অতীত ভুলে গেছেন তিনি। কাল ঢাকা ডায়নামাইটস দলপতির কণ্ঠে ঝরল এগিয়ে যাওয়ার প্রত্যয়।

আজ বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিলেন সাকিব অ্যান্ড কোং। কাল বিকেলে ঢাকার অনুশীলনের আগে ফাইনাল-সংশ্লিষ্ট প্রশ্নের মুখোমুখি হবে সাকিব এমনটাই স্বাভাবিক। কিন্তু সেটা আড়াল হয়ে গেছে তার টেস্ট দলের অধিনায়কত্ব ইস্যুতে।

এ বছরের এপ্রিলে তিন অধিনায়কের যুগ শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। কয়েক মাসের মধ্যে ফের দুই দলপতিতে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আস্থা হারানো সেই সাকিবের কাঁধেই নেতৃত্ব ফিরিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু এর আগে নেতৃত্ব হারানোটাকে ভাগ্য হিসেবেই মেনে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বলেছেনÑ‘আমার মনে নেই, কী হয়েছিল! জীবনে কত কিছুই তো হয়।’

অতীত ফিরিয়ে আনলে নিশ্চিতভাবেই দুঃস্মৃতি তাড়িয়ে বেড়াবে সাকিবকে। পুরোনো দিনের কথা আর মনে রাখতে চান না দ্বিতীয় মেয়াদে আসা টেস্ট দলের এই অধিনায়ক। নতুন বছরের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। কাল গণমাধ্যমকে ঢাকার দলপতি বললেন, ‘প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজই কঠিন। সেটি দেশে হোক বা বাইরে। হয়তো দেশে খেললে একটু স্বস্তি বোধ করি আমরা। বিদেশে যেহেতু সাফল্য নেই, তাই ব্যাপারটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। একই সঙ্গে এটাও ভালো কিছু করার সুযোগ। কেউ না কেউ শুরু করবে। যদি শুরু হয়, তাহলে খারাপ কী! যদিও কাজটা কঠিন। কিন্তু আমাদের যে দলটা আছে, আমরা যেভাবে খেলছি, অনেক কিছুই সম্ভব।’

২০১১ সালের বাংলাদেশ দল এবং বর্তমান দলের পার্থক্যটা দৃশ্যমান। আগে যেমন দু-একজন নির্ভর দল ছিল সেটা নেই। দলে এখন পারফরমারের অভাব নেই। অধিনায়ক হিসেবে সাকিবই তাই ফেলছেন স্বস্তির নিঃশ্বাস, ‘এখন দলের বেশিরভাগ খেলোয়াড়ই ভালো করছে। খেলোয়াড়রা যখন ভালো করবে, অধিনায়কের তেমন কাজই থাকবে না। আশা করি সবাই ভালো করবে। সবাই মিলে ভালো করলেই দল ভালো করবে।’

সতীর্থরা ভালো করলেই অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়। তবে পুনরায় যে দায়িত্ব ফিরে পাবেন সেই আশাটা করেননি সাকিব। আবার আশাটা ছেড়েও দেননি। নেতৃত্ব ফিরে পাওয়া নিয়ে এই অলরাউন্ডারের উত্তরটাও হলো কূটনৈতিক, ‘আমি কোনো কিছু প্রত্যাশা করি না। কিছু ছেড়েও দিই না। হলে ভালো, না হলেও সমস্যা নেই।’

খেলোয়াড়দের পেশাদারিত্বের মনোভাবের নেতিবাচক বিষয়টি নাকি সামনে এনেছেন বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ওইসব খেলোয়াড়ের ছোট্ট তালিকায় সাকিব যে আছেন সেটা প্রায় স্বচ্ছ। কারণ দক্ষিণ আফ্রিকা সফরে আগে টেস্ট থেকে ছয় মাসের ছুটি চেয়ে আলোড়ন তুলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু বোর্ড তাকে প্রোটিয়াদের বিপক্ষের সিরিজের জন্য বিশ্রাম দিয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, অধিনায়ক হিসেবে বিশ্রাম চাইবেন কি না প্রশ্নটাও বিব্রত করেছে সাকিবকে। কিন্তু তার বলা কথায় উত্তরটা তোলা থাকল ভবিষ্যতের জন্য। মূলত প্রসঙ্গ এড়িয়ে যেতেই সাকিব বলেছেন, ‘দেখা যাক কী হয়।’ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বিদায়ী কোচের মন্তব্য এসব ইস্যুও এদিন প্রায় এড়িয়ে গেলেন সাকিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist