ক্রীড়া ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৭

নিষ্ফলা ‘মাদ্রিদ ডার্বি’

চলমান মৌসুমের শুরুটা ভালো হয়নি মাদ্রিদের দুই ক্লাবের। লিগের একাদশ রাউন্ড শেষে রিয়াল ও অ্যাটলেটিকোর সাফল্য-ব্যর্থতা একই সুতোয় গেথেছে। একে-অন্যকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা পেয়েছিল তারা ‘মাদ্রিদ ডার্বি’তে। কিন্তু কাজে লাগাতে পারেনি। ওয়ান্ডা মেট্রোপলিটানোয় গোলশূন্য ড্র করেছে দল দুটি।

নিষ্ফলা এই ‘ডার্বি’তে লাভ হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার। শিরোপা প্রতিদ্বন্দ্বী দুই দলের সঙ্গে কাতালান ক্লাবটির ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। লিগের ইতিহাসে পয়েন্টের এই দীর্ঘ ঘাটতি পুষিয়ে কোনো দলের শিরোপা জয়ের নজির নেই।

তাই বলে যে কখনো হবে না তা-ও কিন্তু নয়। পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পরও আশা দেখছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। বলেছেন, ‘আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি। আরো বেশি কিছু প্রাপ্য ছিল। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা ঠিক পথেই আছি। বার্সেলোনা সব সময় জিতবে না। অবশ্যই তারাও পয়েন্ট হারাবে। আর আমরা তখন তাদের টপকে যাওয়ার জন্য প্রস্তুত থাকব।’

সেই সুযোগ রিয়াল মাদ্রিদ পাবে কি না সেটা বলে দেবে সময়, কার্যত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। লস ব্ল্যাঙ্কোসদের এই দুঃসময়ের ক্লান্তিকালের প্রধান কারণ আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার নিষ্প্রভতা। লিগে শেষ ষোলো ম্যাচে মাত্র ২ গোল করেছেন এই মানিকজোড়।

কেন তারা গোল পাচ্ছেন না সেটা জিদানের কাছেও বোধগম্য নয়, ‘কখনো কখনো এমন হয় যে, বল জালে জড়াতে চায় না। আপনার কাছে আমি এটা ব্যাখ্যা করতে পারব না। আজ রাতের (শনিবার) ভালো বিষয়টা হলো আমরা খুবই ভালো খেলেছি। কিন্তু এটাও সত্যি, আমরা গোল পাচ্ছি না। এটা আসবে। আপনাকে ইতিবাচক হতে হবে। আমরা ইতিবাচক আছি।’

জিদান খুশি হওয়ার কারণ, পুরো শক্তির অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারতে হয়নি তাদের। চোটের কারণে ম্যাচে ছিলেন না গ্যারেথ বেল ও মাতেও কোভাচিচ। ইনজুরির কারণে বিরতির পরপর মাঠ থেকে উঠে যেতে হয় সার্জিও রামোসকেও। পরে জানা গেল, রিয়াল অধিনায়কের নাক ভেঙে গেছে!

তবে নাক ভাঙলেও রক্ষণ ভাঙতে দেননি রামোস। তিনি মাঠ ছাড়ার পরও না। বিপৎসীমা আগলে রাখতে পেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তবে গোলশূন্য ড্রয়ের কারণ শুধু ডিফেন্ডারদের এবং গোলরক্ষক-দ্বয়ের দৃঢ়তা-ই নয়, দুই দলের ফিনিশিং দুর্বলতাও তাই ম্যাচের ফল না হওয়ায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist