ক্রীড়া প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৭

টাইগারদের দায়িত্ব নিতে প্রস্তুত সুজন

চন্ডিকা হাথুরুসিংহের থাকা-না থাকা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। তবে লঙ্কান গণমাধ্যম প্রায় নিশ্চিত করে দিয়েছে টাইগারদের কোচ হিসেবে আর থাকছেন না তিনি। শেষ পর্যন্ত হাথুরু যদি চলে যান সে ক্ষেত্রে তার উত্তরসূরি নিয়োগে পর্যাপ্ত সময় নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে ভালো কোচ পাওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেশি কেউ মাশরাফি-সাকিব-মুশফিকদের দায়িত্ব পালন করবেন।

সম্ভাব্য স্থানীয় কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনের নামটাই বেশি শোনা যাচ্ছে। যিনি কদিন আগেই টাইগারদের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। কাল তো বলেই দিলেন দলের প্রয়োজনে দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। সুজন বলেছেন, ‘আমার মনে হয় না এটা কঠিন। এই পর্যায়ে কোচিংয়ে অনুপ্রেরণা-ই বেশি গুরুত্বপূর্ণ। ভালো পকিল্পনা করতে হয়। তবে দায়িত্ব আমি পাবো কি না তা জানি না। যদি পাই তাহলে চেষ্টা করব সেটা যথাযথভাবে পালন করতে। আমাকে যদি বোর্ড বলে তাহলে আমি এটা চিন্তা-ভাবনা করব।’

বিষয়টা শুধু ভাবনার বৃত্তে রাখেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। দায়িত্ব নিতে যে তিনি মুখিয়ে সেটা বোঝা গেছে তার কথাতেই। ঢাকা ডায়নামাইটসের কোচ যে জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা রাখেন, সেটা নিজেই বলেছেন, ‘নানা সময়ে নানা চ্যালেঞ্জ নিয়ে আমি এখানে এসেছি। যখন অধিনায়ক হই, ভাঙাচোরা একটি দলকে দাঁড় করানোর চ্যালেঞ্জ ছিল আমার কাছে। কোচিংয়ে তো অনেক বছর ধরেই কাজ করছি। জাতীয় দলের দায়িত্বেও ছিলাম সহকারী কোচ হিসেবে। কোচিং তো খুব কাছ থেকেই দেখেছি।’

তবে বিসিবির স্থানীয় সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকাতে যে তিনি আছেন সেটা সুজন নাকি নিজেই জানেন না। তবে ভালো কোচের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনিও, ‘এটা তো আমি জানি-ই না। এটা নিয়ে কোনো কথা হয়নি। অবশ্যই আমরা চাইব বাইরে থেকে ভালো কাউকে আনতে। আজ একজনের কাছে শুনলাম আমার নাম আসছে। তবে আমি এটা নিশ্চিত নই। এটা সময়ের ব্যাপার। বোর্ড সভাতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমরা ভালো কোচের দিকেই যাব।’

অবশ্য কোচ ইস্যুতে নয়, ঢাকা ডায়নামাইটসের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে সুজন এসেছিলেন রাজশাহী কিংসের বিপক্ষের ম্যাচ নিয়ে কথা বলতে। অনুমিতভাবেই জাতীয় দলের কোচ ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist