ক্রীড়া প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৭

হাথুরুর অপেক্ষায় বিসিবি

চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় কার্যত শেষ। লঙ্কান গণমাধ্যম ও ক্রীড়ামন্ত্রী অন্তত এটা নিশ্চিত করে দিয়েছেন। তবুও হাথুরুর আশা ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে কথা বলার পর নিজেদের পরবর্তী করণীয় ঠিক করবে বোর্ড। কাল বিসিবি পরিচালক আকরাম খান এমনটাই জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্নের সিরিজ শেষে বাংলাদেশে ফেরেননি হাথুরুসিংহে। ছুটি কাটাতে গেছেন নিজ ভূমিতে। এ মাসের মাঝামাঝিতে লঙ্কান কোচের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু কদিন হয়ে গেলেও খবর নেই মাশরাফি-সাকিব-মুশফিকদের গুরুর। কবে নাগাদ কোচ আসবেন সেটাও জানা নেই বিসিবির। তাই আপাতত অপেক্ষায় বোর্ড। হাথুরু দেশে এলে তার সঙ্গে কথা বলে কোচ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন আকরাম খান, ‘আসলে আমরা এখনো সংশয়ে আছি। এ বিষয়ে কিছুই জানি না। ২-১ দিনের মধ্যে হাথুরুসিংহের আসার কথা। যদি সে আসে, তারপর তার সঙ্গে বসে বিষয়টা চূড়ান্ত করা হবে।’

দক্ষিণ আফ্রিকা সফরেই বিসিবিকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন হাথুরুসিংহে। লঙ্কান কোচের সরে দাঁড়ানোর অনেক কারণ গুঞ্জন হয়ে বাতাসে ভাসলেও এসব উড়ো কথায় বিশ্বাস করছেন না আকরাম। কাল গণমাধ্যমকে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এই মুহূর্তে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে শ্রীলঙ্কায় যাবে, কেউ বলছে অস্ট্রেলিয়ায় থাকবে। পারিবারিক সমস্যার জন্য সে চাকরিটা করতে চাচ্ছে না। অনেক কিছুই শোনা যাচ্ছে। আমরা তার কাছ থেকে যেটা জানব, সেটাই আসল এবং চূড়ান্ত। এ জন্য তার আসার অপেক্ষায় আছি।’

লঙ্কান কোচ এলে তাকে থেকে যাওয়ার অনুরোধ করবে বিসিবি। অন্তত আসন্ন শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত হলেও। বোর্ডের এই পরিচালক বলেছেন, ‘এই মুহূর্তে বলা কঠিন। হাথুরুসিংহেকে অনুরোধ করা হবে এই সিরিজটার জন্য। কিংবা যত দিন তাকে রাখতে পারি। এটা নির্ভর করে তার সঙ্গে আলোচনা কেমন হয়, সেটার ওপর। আমাদের প্রধান নির্বাহীর সঙ্গে তার কথা হয়েছে। দুই-এক দিনের মধ্যেই সে আসবে।’ শেষ পর্যন্ত হাথুরু তার সিদ্ধান্ত থেকে সরে না এলে কে হবেন উত্তরসূরি। সাকিব-মাশরাফি-তামিমদের সম্ভাব্য কোচ হিসেবে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সৌরভ গাঙ্গুলীর মতো কিংবদন্তি ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। তবে চটজলদি কাউকে নিয়োগ দেবে না বোর্ড সেটা কাল আরো একবার জানিয়ে দিয়েছেন আরকাম। ভালো কোচের সন্ধানে সময় নিতে চায় বিসিবি। প্রয়োজনে দেশি কাউকে অন্তর্বর্তীকালীন নিয়োগ দেবে বোর্ড। আকরাম যেমনটি বললেন, ‘আমরা এখনো কোনো আলাপ-আলোচনাতে যাইনি। হাথরুসিংহের আসার অপেক্ষায় আছি। সে যদি না থাকে তাহলে আমাদের হাতে তো সময় নেই। তবু ভালো কোচ খুঁজতে হলে আমাদের সময় নিতে হবে। আমরা ভালো কোচ নিয়ে আসব। যতদিন পর্যন্ত না পাব, স্থানীয় কোচরাই কাজ চালিয়ে যাবেন।’

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ক্ষুদ্র ও দীর্ঘ পরিসরের দুটি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজের দুই-একটি ম্যাচের মঞ্চ হয়ে উঠতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কাল আকরাম সেদিকেই ইঙ্গিত দিলেন, ‘সিলেটে আয়োজন করার ভালো সম্ভাবনা আছে। ভেন্যু, দর্শক, অবকাঠামো ওখানকার সবই ভালো। এ জন্য সিলেট ভেন্যু হওয়ার দাবিদার। এ নিয়ে আলোচনা হচ্ছে। চূড়ান্ত হলেই জানতে পারবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist