ক্রীড়া ডেস্ক

  ১৮ নভেম্বর, ২০১৭

নতুন মঞ্চে পুরোনো দ্বৈরথ

ক’দিন ধরে নেইমারের রিয়াল মাদ্রিদ ট্রান্সফার ইস্যুতে বাতাসে বেড়াচ্ছিল নানা ধরনের কথা। সেগুলো যে উড়ো খবর সেটা কাল উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। আসলে ফ্রেঞ্চ কোচ গণমাধ্যমের সামনে এসেছিলেন নেইমার প্রসঙ্গে নয়, আজকের মাদ্রিদ ডার্বি প্রস্তুতি ও দলের আবহটা বোঝাতে।

এই মৌসুমে ওয়ান্ডা মেট্রোপলিটনে তাঁবু টানিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ শিবির। নিজেদের মাঠ ভিসেন্তে কালডেরনের সংস্কার কাজের কারণেই আপাতত দুর্গ পাল্টেছে ডিয়েগো সিমনের দল। তাতে অবশ্য ‘মাদ্রিদ ডার্বি’র উত্তাপ কমেনি। দুই শহুরে প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে মাদ্রিদবাসীর মধ্যে খেলা করছে রোমাঞ্চ। স্প্যানিশ লা লিগায় আজ রাত দুটো নাগাদ মুখোমুখি হবে মাদ্রিদের দুই জায়ান্ট দল।

এই মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি দুই দলের কোনোটিরই। রিয়াল মাদ্রিদের জন্য লা লিগায় ঘরের মাঠ তো রীতিমতো অপয়া হয়ে উঠেছিল। জুজুটা কাটিয়ে উঠতে অবশ্য সময় লেগেছে জিনেদিন জিদানের দলের। অ্যাটলেটিকো তো এখনো নিজেদের হারিয়ে খুঁজছে। এক ম্যাচে জিতে তো পরের ম্যাচে ড্র। এমন টালমাটাল অবস্থার পরও লা লিগায় রিয়ালের গা ঘেঁষে আছে তারা।

লিগের ১১তম রাউন্ড শেষে রিয়াল-অ্যাটলেটিকো উভয় দলের সাফল্য-ব্যর্থতার খতিয়ান একই সুতোয় গেঁথে আছে। সমান ২৩ পয়েন্ট মাদ্রিদ জায়ান্টদের। তবে গোলগড়ে এগিয়ে রিয়াল টেবিলের তিনে আছে, তাদের পেছনে নগর প্রতিদ্বন্দ্বীদের অবস্থান। আজকের দ্বৈরথে এগিয়ে যেতে চাইবে দুই দলই।

শিরোপা অর্জনের চেয়ে ধরে রাখাটাই বেশি কঠিন। নির্মম এই সত্যটার সত্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের এখনো এক-তৃতীয়াংশ সময় পার হয়নি, অথচ চিরশত্রু ও শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান গিয়ে ঠেকেছে ৮-এ। বার্সার পেছনে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ২৭।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist