ক্রীড়া ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

প্রস্তুত বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের কয়েকদিনের অনুশীলনটা ভালোই হয়েছে। তিনদিনের প্রস্তুতি ম্যাচটা অনুমিতভাবেই ড্র হয়েছে। এই ম্যাচে টাইগারদের বড় প্রাপ্তি সাব্বির রহমানের দুই ইনিংসে হাফসেঞ্চুরি। ম্যাচে আরো কয়েকটা অর্ধশতক হাঁকিয়েছেন অতিথি ব্যাটসম্যানরা। এই প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েই চোট পেয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে আশার খবর হচ্ছে দুজনের কারোর ইনজুরিই গুরুতর নয়। পচেফস্ট্রুমে ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্টে খেলতে পারবেন তারা।

এই ম্যাচের জন্য টাইগারদের ব্যাটিং বিভাগটা কম বেশি ঝালাই করা হলেও বোলিংয়ে ঠিক প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। ফিল্ডিংয়েও পুরনো রোগটা দেখা দিয়েছে নতুন করে। তবে এটাকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ জাতীয় দল। মূল লড়াইয়ের আগে নিজেদের ভুলত্রুটিগুলো চোখে পড়েছে দলের। টেস্ট সিরিজে যেন এর পুণরাবৃত্তি না হয় সেদিকেই দল এখন মনোযোগি।

অবশ্য ব্যাটিংয়ে কয়েকটা হাফসেঞ্চুরি থাকলেও সঙ্গে আফসোসও আছে। ব্যাট হাতে রানে ফেরা সাব্বির দারুণ ব্যাটিং করেছেন। কিন্তু দুটি ইনিংসের একটিতেও সেঞ্চুরি করতে পারেননি। সেই আক্ষেপটা থেকেই গেছে তার। বলেছেন, ‘দুই ইনিংসেই ফিফটি আমাকে অনেক আত্মবিশ্বাসী করবে। তবে অতি আত্মবিশ্বাসী হচ্ছি না। মনোযোগটা আরও বাড়াব। ফিফটি থেকে আরও বড় ইনিংস কীভাবে খেলা যায় সেই চেষ্টা করব।’

প্রস্তুতি ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ারও প্রতিশ্রুতি দিলেন সাব্বির। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ ম্যাচ শেষে সাব্বির তাই বললেন, ‘কয়েকজন ব্যাটসম্যান ভালো খেলেছি। কিছু বাজে আউটও হয়েছি। প্রথম টেস্টে হয়তো এটা হবে না।’

বাংলাদেশের বোলাররা বোলিংয়ের সুযোগ পেয়েছেন এক ইনিংসে বোলিং করার। মোট ৯১ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ-তাসকিন-মিরাজরা। অলআউট করতে পারেননি দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশকে। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত বোলিংই করেছে টাইগাররা। কিন্তু ভালো বোলিংয়ের ধারাবাহিকতা পরে আর ধরে রাখতে পারনেনি তারা।

তবে যতটুকু প্রস্তুতি হয়েছে তাতেই আত্মবিশ্বাসী বাংলাদেশ। টেস্টে ভালো করার অঙ্গীকার করলেন সাব্বির। বলেছেন, ‘এখানে প্রথম ম্যাচ, তার আগে অনুশীলন করেছি তিন দিন। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি। যে রকম ধারণা ছিল, তার চেয়ে ভালো উইকেট ছিল। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া বাংলাদেশের মতোই। একটু ঠান্ডা আছে। যথেষ্ট প্রস্তুতি নিয়েছি মানিয়ে নিতে। প্রথম টেস্টে ভালো কিছু হবে আশা করি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist