ক্রীড়া ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

ক্ষমা চাইলেন নেইমার

নেইমার-এডিনসন কাভানির ‘স্পট কিক’ দ্বন্দ্ব নিয়ে জল তো কম গড়ায়নি। সেই বিবাদের জের ধরে মুখ খুলেছেন বিভিন্ন কোচ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা। কাভানির চেয়ে নেইমারকেই বেশি বিদ্ধ হতে হয়েছে প্রশ্নবাণে। সেসব আলোচনা-সমালোচনার ইতি টানতে কাভানির কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান এই তারকা। ফরাসি পত্রিকা এল’কুইকের প্রতিবেদন অনুযায়ী, কাভানির পেনাল্টি শট নিয়ে আলোচনার সমাপ্ত ঘটাতেই এমন পদক্ষেপ নিয়েছেন বার্সার সাবেক এই ফরোয়ার্ড।

অবশ্য এর কৃতিত্বটা দানি আলভেসের। কেননা, এই সপ্তাহের শুরুতেই প্যারিসে এক হোটেলে দলের সকল খেলোয়াড় নিয়ে নৈশভোজের আয়োজন করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সেখানে উপস্থিত ছিলেন নেইমার এবং কাভানিও। মূলত, দলের প্রধান দুই তারকার মধ্যকার ঝামেলা মেটাতেই এমন ছলচাতুরীর আশ্রয় নেন তিনি। এরপরই পরশু দলের সঙ্গে অনুশীলনকালীন কাভানির কাছে ক্ষমা চান নেইমার। ব্রাজিলের থিয়াগো সিলভা এই বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার অনুশীলনের সময় সতীর্থদের সামনেই কাভানির কাছে ক্ষমা চেয়েছেন।

গেল সপ্তাহে অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় পিএসজি। যদিও গোল দুটির একটিও করেননি উনাই ইমেরির শিষ্যরা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের আত্মঘাতী গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের ক্লাবটি। কিন্তু ওই ম্যাচে এক পেনাল্টি শট নিতে গিয়ে সবার সম্মুখেই বল কাড়াকাড়ির ঘটনায় জড়ান নেইমার-কাভানি। তবে ঘটনার সূত্রপাত ছিল কয়েক মিনিট আগের ফ্রি-কিক।

এদিকে নেইমার স্পট কিক সমালোচনার ইতি টানলেও তাকে নিয়ে বক্তব্য দিয়ে নতুন আরেক আলোচনার জন্ম দিলেন ইভান রাকিটিচ। বার্সার মাঝ মাঠের এই খেলোয়াড়ের মতে, নেইমারের কাতালান শহর ছাড়ার সিদ্ধান্তটা বাজেই ছিল। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বলেন, ‘তিনি (নেইমার) আমাদের ড্রেসিং রুমের গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল এবং আমার দেখা, ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। আমার কাছে তার সিদ্ধান্তটা (বার্সা ছাড়া) বাজে ছিল। তাকে আমার দলে আশা করেছিলাম।’

নতুন ক্লাবে যাওয়া সাবেক সতীর্থকে শুভকামনা জানাতে ভুল করলেন না রাকিটিচ, ‘নেইমারের চলে যাওয়ার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। যদি কোনো দল তাকে কিনতে চায় এবং তিনিও বার্সা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে তাকে আমাদের সম্মান এবং শুভকামনা জানানোই উচিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist