ক্রীড়া প্রতিবেদক

  ২৪ আগস্ট, ২০১৭

চিন্তায় সাকিব-মুস্তাফিজ

বিশ্ব ক্রিকেটের যে কজন ব্যাটসম্যান ব্যাটিং-তা-বের জন্য পরিচিত গ্ল্যান ম্যাক্সওয়েল তাদের অন্যতম। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরের মতো দীর্ঘ পরিসরেও সমান কার্যকর তিনি। কেবল ব্যাট হাতেই নয়, বল হাতেও এবার তার ঝলক দেখতে চান অধিনায়ক স্মিথ। টেস্ট ম্যাচ হলেও বোলার বনাম ব্যাটসম্যান লড়াইটা এখানেও কম না। সেই লড়াইয়ে মুস্তাফিজকে সমীহ করছেন ম্যাক্সওয়েল। যদিও এ দুজনের একমাত্র মুখোমুখি লড়াইয়ে জয়টা ম্যাক্সওয়েলেরই। ৪ বল খেলে ২ ছক্কায় ১৩ রান। তবে ছোট্ট সেই একমাত্র দ্বৈরথে জিতলেও মুস্তাফিজের বোলিং সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে ম্যাক্সওয়েলের। তাই মুস্তাফিজকে এখনো অসাধারণ ব্যাটসম্যান হিসেবে দেখছেন এই অজি ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনবারই বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল ম্যাক্সওয়েলের। তার একটি ভেস্তে গেছে বৃষ্টিতে, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন দুটি ম্যাচ। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে করেছিলেন ৫ রান। গত বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ বলে ২৬। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুর ওই ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন ম্যাক্সওয়েল ও মুস্তাফিজ। ওই ওভারেই শেষ চার বল খেলেন ম্যাক্সওয়েল। মারেন দুটি ছক্কা, শেষ বলে নেন সিঙ্গেল।

সেই ম্যাচে মুস্তাফিজকে পাত্তা না দিলেও সে বছরই আইপিএলে ম্যাক্সওয়েল দেখেছেন মুস্তাফিজের দাপুটে বোলিং। মুস্তাফিজের স্কিল নিয়েও আছে দারুণ ধারণা। বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে তাই ম্যাক্সওয়েল টেনে আনলেন মুস্তাফিজকেই।

ম্যাক্সওয়েল বলেন, ‘মুস্তাফিজুর ব্যতিক্রমী একজন বোলার। আইপিএলে ওর সাড়া জাগানো মৌসুমে ওর বোলিং খেলেছি আমরা। মনে হচ্ছে বাড়তি বোলিং ভারের কারণে ওর পেস কিছুটা কমে গেছে। তবে এখনো সে অসাধারণ বোলার, যার সামর্থ্য আছে সুইং করানোর। আর সেøায়ার বলটা তো অবিশ্বাস্য।’ ‘সে প্রথাগত বাঁহাতি পেসার নয়। ওর কব্জি বেশ নমনীয়, যে কারণে শেষ মুহূর্তে ‘ফ্লিক’ করতে পারে। বাউন্সার হোক বা সেøায়ার বল, দেখতে হুবহু একই মনে হয়। এটি বুঝতে পারা বেশ কঠিন।’ ম্যাক্সওয়েল যখন দেখেছেন, তখনকার সঙ্গে এই মুস্তাফিজের অবশ্য একটু পার্থক্য আছে। কাঁধের অস্ত্রোপচারের পর পেসটা যেমন কমেছে, আত্মবিশ্বাসও ঠিক আগের জায়গায় যায়নি। তবে বাংলাদেশ চাইবে, ম্যাক্সওয়েলের ভাবনার মতো দুর্বোধ্য রূপেই আবির্ভূত হবেন মুস্তাফিজ। কেবল মুস্তাফিজকে নিয়েই নয়। ম্যাক্সওয়েল কথা বলেছেন সাকিবকেও নিয়ে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সেরা বিজ্ঞাপন সাকিব। বাংলাদেশের সেরা পারফরমারও। প্রতিপক্ষকে হারানোর পথে বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার সাকিব আল হাসান। তাকে ঘিরেই প্রতিপক্ষের থাকে আলাদা পরিকল্পনা। এবারও তার ব্যতিক্রম নয়। সিরিজ শুরুর আগে গ্লেন ম্যাক্সওয়েলের কণ্ঠে শোনা গেল সাকিব বন্দনা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ক্যারিয়ারে ৫০তম টেস্টের মাইলফলক ছুঁবেন সাকিব। বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায় তুলনামূলক অনেক কম। অস্ট্রেলিয়ার সঙ্গেই যেমন সাকিব খেলবেন প্রথমবার। এর পরও র‌্যাংকিংয়ের সেরা অলরাউন্ডার সাকিব। ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার টেস্টের শীর্ষে ওঠার পর তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রেখেছেন শীর্ষে অবস্থান। গতকাল বুধবার মিরপুরে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাক্সওয়েল বললেন সেসব কথাই। বুঝিয়ে দিলেন, অস্ট্রেলিয়া আলাদা করেই ভাবছে সাকিবকে নিয়ে। ‘সাকিব অনেক অভিজ্ঞ ক্রিকেটার। অনেক দিন ধরেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। অসাধারণ ক্রিকেটার সে।’ সাকিব যেমন অবদান রাখেন ব্যাটে-বলে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাক্সওয়েলের কাছ থেকেও তেমন কিছু চান অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ। তবে দুজনের সরাসরি তুলনায় যেতে চাইলেন না ম্যাক্সওয়েল। ‘আমি আসলে মূলত ব্যাটসম্যান, আর সে সম্ভবত জেনুইন অলরাউন্ডার। আমার আগে চেষ্টা থাকবে রান করা। তারপর দলের প্রয়োজন হলে অফ স্পিন দিয়ে দলকে সহায়তা করা।’

উইকেট-কন্ডিশন যেমন, তাতে বল হাতে অবদান রাখার সুযোগ হয়তো যথেষ্টই পাবেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সওয়েলের চিন্তায় বাংলাদেশের কন্ডিশন। সেখানে ম্যাক্সওয়েলকে পরীক্ষা দিতে হবে বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist