ক্রীড়া প্রতিবেদক

  ২৪ আগস্ট, ২০১৭

সব লড়াইয়ে জিততে হবে’

বাংলাদেশের ক্রিকেটে এখন কেবল অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গ। যে যেখানেই যাচ্ছেন, আলোচনা কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট নিয়েই। একটি মোটরসাইকেল কোম্পানির চুক্তি করতে গিয়ে সেখানেও তামিম কথা বলে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে। ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করাতে অনেক বড় একটা অবদান ছিল স্পিনের। তবে তামিমের সেঞ্চুরি, মুমিনুল-ইমরুলের ফিফটিগুলোও ছিল বেশ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলেও, বাংলাদেশের হয়ে জ্বলে উঠতে হবে তামিমকে। অবশ্য অস্ট্রেলিয়াকে মোটেই সহজভাবে নিচ্ছেন না এই টাইগার ওপেনার। তার মতে, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজেও শুধু স্পিনিং উইকেট বানিয়েই জেতা যাবে না, ভালো করতে হবে ব্যাটিংয়ে, পেস বোলিংয়েও।

কন্ডিশনিং ক্যাম্প কিংবা প্রস্তুতি ম্যাচের সময়, তামিম সেভাবে কথা বলেননি সংবাদম্যাধ্যমের সঙ্গে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শুরুর আগে এই প্রথম মুখ খুলেছেন তামিম।

তামিম বলেন, ‘অবশ্যই আমাদের হোম কন্ডিশনে বল স্পিন করবে। যদি স্পিনারদের সহায়তা থাকে উইকেটে, তাহলেও আমাদের স্পিনারদের ভালো বল করতে হবে, ব্যাটসম্যানদের ভালো করতে হবে, পেসারদেরও ভালো করতে হবে। আমাদের হোম কন্ডিশনে স্পিন ভালো হয়, ওদের উচ্চমানের স্পিনার আছে, নাথান লায়ন বেশ ভালো স্পিনার। আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। আমরা স্পিন উইকেট বানিয়েই যে জিতে যাব এমন কিছু না আসলে। ওই স্পিন উইকেটে ওদের জন্য যেমন রান করা কষ্ট হবে আমাদের জন্যও রান করা কষ্ট হবে। যারা ভালোভাবে নিজেদের স্কিল কাজে লাগাতে পারবে, ওই পাঁচ দিনে তাদেরই জেতার সম্ভাবনা বেশি।’

সিরিজে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তামিম, ‘এ সিরিজের জন্য আমরা যত দিন ধরে প্রস্তুতি নিয়েছি, আমার মনে হয় প্রায় সব জায়গায় “কাভার” করেছি। এখন শুধু সেসব করে দেখানোর পালা। আরো যে দুই দিন সময় আছে এর মধ্যে ছোট ছোট যে কাজ করার দরকার সেগুলোই করছি। পাশাপাশি কোন জায়গা থেকে আরো ভালো উপায়ে কাজ করতে পারি তাই নিয়েই করছি। আশা করব যে ২৭ তারিখের মধ্যে আমরা সম্পূর্ণ তৈরি হয়ে যাব। আশা করছি খুব ভালো টেস্ট সিরিজ হবে।’ স্টিভ স্মিথ বা অস্ট্রেলিয়ান দলের অন্যরা মানছেন, ঘরের মাঠে বিপজ্জনক বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সও তাই বলে। তবে সবকিছু পাঁচ দিনেই নির্ধারিত হবে বলে মত তামিমের, ‘ঘরের মাঠে খেলছি, আমাদের একটা বাড়তি সুবিধা থাকবে। তবে খেলার আগেই তো আমরা জিততে পারব না, পাঁচটা দিন ভালো খেলে প্রত্যেকটা সেশন লড়াই করেই জিততে হবে। আর অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে বলে আগের থেকে হেরে যাবে এমন কিছুও না। ওরা খুব পেশাদার দল, টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা দল। ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কিংবা জিততে হলে প্রতিটা সেশন বলেন আর প্রতিটা বল বলেন, সব লড়াইয়েই জিততে হবে। আগে। এটা সহজ হবে না, বরং কঠিনই হবে। তবে অসম্ভবও না। সব মাথায় রেখেই আমরা এগোচ্ছি, সবকিছু মাথায় রেখে আমরা অনুশীলন করছি দেড় মাস ধরে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist