ক্রীড়া ডেস্ক

  ২০ আগস্ট, ২০১৭

সবাই যখন ‘বার্সেলোনা’

ফুটবলের কারণেই সবচেয়ে বেশি বিখ্যাত ‘বার্সেলোনা’ শহরটি। কিন্তু দুদিন আগে ভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছে কাতালানীয় এ শহরটি। অল্প সময়ের ব্যবধানে দুই দফা সন্ত্রাসী হামলা কাঁপিয়ে দিয়েছে বার্সেলোনা শহরকে। প্রাণহানি হয়েছে ১৩ জনের, আহত হয়েছেন শতাধিক। দুদিন আগের এই হামলার শোক ছুঁয়ে গেছে মেসিদেরও। এবার বার্সেলোনা সিদ্ধান্ত নিয়েছে, লা লিগার প্রথম ম্যাচে দলের সবাই নিজেদের নামের জাসি না পরে ‘বার্সেলোনা’ লেখা জার্সি পরে মাঠে নামবে।

হামলার পর থেকেই বার্সা কর্তৃপক্ষ হতাহতদের স্মরণে বিশেষ কিছু একটা করার কথা ভাবছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে কাতালান ক্লাবটি আবেদন করেছে, লিগের প্রথম ম্যাচে বার্সা একাদশের সবাই বিশেষ এক জার্সি পরেই নামতে চায়।

ফেডারেশনও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুমতি দিয়েছে। ফলে আগামীকাল বেটিসের বিপক্ষে ম্যাচে মেসি, পিকেদের গায়ে দেখা যাবে ‘বার্সেলোনা’ লেখা জার্সি। সেখানে আরো লেখা থাকবে ‘আমরা সবাই বার্সেলোনা’। ক্লাব ব্যাজ ও লোগোর মাঝামাঝি থাকবে এ লেখাটা। এ ছাড়াও প্রত্যেক ফুটবলারই কালো ব্যাজ পরবেন।

এদিকে হামলায় হতাহতদের স্মরণে এ সপ্তাহের লা লিগার সব ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে। শুধু লা লিগা নয়, নিজ নিজ ম্যাচে নীরবতা পালন করার ঘোষণা দিয়ে ইংলিশ ফুটবল লিগের ৭২টি দলও। পরশু অনুশীলনের সময়ও নীরবতা পালন করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist