ক্রীড়া প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৭

শুভাগতর বিকল্প নাসির

অবশেষে পারফরম্যান্সের জোরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। পাক্কা দুই বছর পর আবারও সাদা পোশাকের দলে ডাক পেলেন নানাভাবে আলোচনায় থাকা এই ক্রিকেটোর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, শুভাগত হোমের ইংল্যান্ড সিরিজের ভূমিকাতেই নাসিরকে বিবেচনা করা হয়েছে। সেই সঙ্গে বিকল্প রাখা হয়েছে মোসাদ্দেক হোসেনের জন্যও।

রঙিন পোশাকে ইমার্জিং কাপের পর থেকেই দারুণ ফর্মে নাসির। প্রিমিয়ার লিগে গাজীকে শিরোপা জেতানোয় দারুণ অবদান রেখেছেন নাসির। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও ছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচেও নিজেকে মেলে ধরেছেন নাসির। তবে ক্রিকেটে বড় মঞ্চে নাসির কতটা কার্যকর সেই প্রশ্ন থেকেই যায়। জাতীয় লিগে গত বছর ডাবল সেঞ্চুরি পেয়েছেন বটে, তবে এরপর জাতীয় লিগ ও বিসিএল মিলে দশ ইনিংসে সর্বোচ্চ ছিল ৬৮।

অবশ্য শুধু ব্যাটিং নয়, নাসিরের অন্য একটা ভূমিকার কথাই ভেবে রেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘আমরা আসলে নাসিরকে একটু অন্যভাবে চিন্তা করেছি। যেহেতু অস্ট্রেলিয়া দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে, সেহেতু মিরাজের সঙ্গে একটু অফস্পিন করতে পারে, ব্যাটিং করতে পারে, এমন একজন অলরাউন্ডার খুঁজছিলাম। সর্বশেষ দেশের মাটিতে হোম (শুভাগত) যে ভূমিকাটা পালন করেছিল।’

ইংল্যান্ডের সঙ্গে ওই সিরিজে শুভাগত অবশ্য শুধু মিরপুর টেস্টটাই খেলেছিলেন। ব্যাট হাতে বড় স্কোর করতে পারেননি, তবে দ্বিতীয় ইনিংসে ২৫ রানের ইনিংসটা পরিস্থিতির তুলনায় ছিল মূল্যবান। নাসিরের কাছে তার চাইতে আরো বেশি কিছুই চাইবে দল।

তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাসিরের ভূমিকাটা দেখছেন মূলত মোসাদ্দেকের বিকল্প হিসেবে, ‘এটা আসলে নির্বাচকদের কল। আমরা মনে করি, অস্ট্রেলিয়ার সঙ্গে সে ভালো করতে পারে। মোসাদ্দেক খুব ভালো অবস্থায় নেই, ওর চোখে সমস্যা আছে। সে জন্য ওর একজন বিকল্প রাখার চিন্তাও মাথায় আছে।’ চোখের সমস্যার জন্যই চট্টগ্রামে অনুশীলন ম্যাচ খেলতে পারেননি, এরপর অবশ্য দলের সঙ্গেই অনুশীলন করছেন মোসাদ্দেক।

তবে মাঠে নামতে হলে নাসিরকে তাকিয়ে থাকতে হবে মোসাদ্দেকের দিকেই। এদিকে দলে ফিরে আনন্দিত নাসির। এক অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির বলেন, ‘গত এক বছরের বেশি সময় জাতীয় লিগ এবং প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটে সাধ্যমতো চেষ্টা করেছি ভালো খেলার। আমার বিশ্বাস, সেই ভালো খেলাটাকেই মানদ- ধরেছেন নির্বাচকরা। তাই তাদের বিবেচনায় এসেছি। আমার মূল্যায়ন হচ্ছে, ভালো খেলার পুরস্কারই আবার দলে ফিরে আসা।’

তবে মাঠে নামার সুযোগ পেলে শেষ পর্যন্ত তার পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে সবাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist