ক্রীড়া ডেস্ক

  ১৯ আগস্ট, ২০১৭

এবার চলছে কুতিনহো নাটক

নেইমারের বার্সেলোনা থাকা না-থাকা নিয়ে নাটক কম হয়নি। জল অনেক দূর গড়ানোর পর প্যারিসে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার শূন্যস্থান পূরণেও নাটক মঞ্চায়ন হচ্ছে। বার্সা দাবি করছে ফিলিপে কুতিনহোর ন্যু ক্যাম্পে আসা প্রায় নিশ্চিত। কাতালান ক্লাবটির ঠিক উল্টো সুরে কথা বলছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ক্লাব লিভারপুল। ক্রিস্টাল প্যালেস ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়ে দিলেন, এখন কোনো খেলোয়াড়েরই অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার কারণ নেই।

মৌসুমের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে গিয়েছিল অলরেডরা। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরত আসে ক্লপবাহিনী। নতুন মৌসুমের অ্যানফিল্ড অভিযান শুরু হচ্ছে শনিবার। এই ম্যাচেও থাকছেন না ব্রাজিলিয়ান প্লে-মেকার কুতিনহো। এ প্রসঙ্গে লিভারপুল কোচ ক্লপের ব্যাখ্যা, ‘ফিলিপেকে পাওয়া যাবে না, সে এখনো অনুশীলনে আসেনি। ইনজুরিতে থাকা খেলোয়াড়দের নিয়ে এমনটা হয়ই, এখানে নতুন কিছু নেই। নিশ্চিত করে বলা যাচ্ছে না সে কখন আসবে।’

কালকের ম্যাচে ম্যাচে অভিষেক হতে পারে স্কটিশ লেফটব্যাক অ্যান্ড্রু রবার্টসনের। ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হাল সিটি থেকে অ্যানফিল্ডে এসেছেন জুলাইয়ে। এত দিন লেফটব্যাক হিসেবে আলবার্তো মোরেনোকে খেলিয়েছেন ক্লপ। তবে রবার্টসনের ব্যাপারে শুরু থেকেই আশাবাদী ছিলেন ক্লপ, ‘সে ভালো ছন্দে আছে এবং আমার দিক থেকে সবকিছু ঠিক আছে। এখনো মাত্র শুরু, সে মোটে এখানে এসেছে, আমাদের খেলার ধরনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে।’

ফিলিপ কুতিনহোকে নিতে বার্সেলোনার ১০০ মিলিয়ন ইউরো প্রস্তাব নাকচ করে দিয়েছে লিভারপুল। তবে এ ব্যাপারে আর কোনো কিছু যোগ করেননি এই ‘হেভি মেটাল’ কোচ গুঞ্জন আছে চুক্তির অঙ্কটা বার্সেলোনা বাড়াতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist