ক্রীড়া ডেস্ক

  ১৮ আগস্ট, ২০১৭

নিষেধাজ্ঞাকে ‘নির্যাতন’ বললেন রোনালদো

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেদিন দলকে জিতিয়েও শান্তিতে নেয় রোনালদো। রেফারিকে ধাক্কা দিয়ে পড়েছেন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায়। এ শাস্তি কোনোভাবেই মেনে নিতে পারছেন না রোনালদো। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত রোববারের ম্যাচে বদলি হিসেবে ৫৮ মিনিটে মাঠে নেমেছিলেন, এর পর দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। কিন্তু তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখায় ম্যাচে তার আয়ু ছিল মাত্র ২৪ মিনিট। দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা মারায় পরে তাকে ৫ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে বুধবার খেলতে পারেননি রিয়াল সুপারস্টার। খেলতে পারবেন না লা লিগার প্রথম চার ম্যাচেও। কিন্তু এই শাস্তিকে এর আগেই অতিরিক্ত বলেছেন রিয়াল বস জিনেদিন জিদান। এমন শাস্তির পর চুপ করে থাকলেন না রোনালদোও। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে ধুয়ে দিলেন তিনি ইনস্টাগ্রামের পোস্টে।

নিষেধাজ্ঞা জারি হওয়ার তিন দিন পর বুধবার মুখ খুলেছেন রোনালদো। ব্যালন ডি’অর জয়ী ও ফিফা বর্ষসেরা তারকা বলেছেন, ‘এমন সময় চুপ থাকা অসম্ভব, পাঁচ ম্যাচ! এটা (নিষেধাজ্ঞা) অতি বাড়াবাড়ি এবং হাস্যকর, একে নির্যাতন বলে। সমর্থন দেওয়ার জন্য আমার সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ।’

ওই ম্যাচে ৮০ মিনিটে গোল করার পর জার্সি খুলে উদ্যাপনের কারণে প্রথম হলুদ কার্ড দেখেন রোনালদো। এর পর বার্সেলোনার ডিবক্সে ডাইভের অভিযোগ তুলে তাকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখান রিকার্দো দি বারগোস।

এর আগে এমন শাস্তির প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন জিদান। দলের অধিনায়ক সার্জিও রামোসও ছিলেন ৩২ বছর বয়সী তারকার পাশে। তার মতে ডাইভ দেননি রোনালদো, ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এ শাস্তির বিরুদ্ধে আপিল করেও কাজ হয়নি রিয়ালের। নিষেধাজ্ঞা ৫ ম্যাচেই বহাল রেখেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি। তবে লা লিগার শুরুতেই রোনালদোকে হারানোয় ঠিক স্বস্তিতে নেই কোচ জিদান। দেপোর্তিভো লা করুনা, ভ্যালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দেখা যাবে না রোনালদোকে। আগামী ২০ সেপ্টেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে ফিরতে পারবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist