ক্রীড়া ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৭

বন্যার্তদের পাশে মুশফিক

দেশের উত্তরাঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি ভয়াবহ। দুর্ভোগ-উৎকণ্ঠায় আছে বহু মানুষ। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটছে তাদের। দেশের মানুষের উদ্বেগ বাড়ছে বন্যা পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকেও ছুঁয়ে গেছে বন্যায় আটকে থাকা মানুষের কষ্ট। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি দেশের মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সচেতনতামূলক কর্মকা-ে সব সময়ই সরব থাকেন টেস্ট অধিনায়ক। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সবখানেই অংশগ্রহণ করেন মুশফিক। সেই মুশফিকও এবার উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ দেখে চুপ থাকতে পারলেন না। এখন পর্যন্ত দেশের ২০ জেলার ৫৬ উপজেলা বন্যাকবলিত। সারা দেশে মারা গেছেন ২০ জন, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। তাই মানবেতর জীবনযাপন করা এই অঞ্চলের মানুষগুলোর পাশে থাকার আহ্বান জানিয়েছেন মুশফিক।

বন্যাদুর্গত মানুষদের দুঃখ, দুর্দশা চোখ এড়িয়ে যায়নি তার। এমনকি মানুষদের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠা ভালোভাবেই ছুঁয়ে গেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। তাই মঙ্গলবার ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় মুশফিক বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘অনেক কষ্ট, আশা এবং অনুরোধ নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে এখন বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক বন্যাদুর্গতদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আরো বলেছেন, ‘আমি বন্যার্তদের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা অনেকেই হয়তো আর্থিকভাবে অথবা ত্রাণ সহায়তা দিয়েছেন। যারা এখনো করেননি তারা যেভাবেই হোক, তাদের পাশে এসে দাঁড়ান।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist