ক্রীড়া ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৭

‘রোনালদোর শাস্তি অতিরিক্ত’

রিয়াল মাদ্রিদ এবং ক্রিশ্চিয়ানো রোনালদো যেন সমার্থক হয়ে গেছে। রিয়ালের জয় মানেই রোনালদো ম্যাজিক। অথচ মৌসুমের শুরুতে পাঁচ ম্যাচের জন্য তাকে হারাতে বসেছে রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের জন্য বড় ধাক্কা বটে। মূলত তাকে ঘিরেই ম্যাচের পরিকল্পনা সাজায় স্প্যানিশ জায়ান্টরা। ‘এল ক্লাসিকো’ উত্তেজনাপূর্ণ ম্যাচে দলকে জিতিয়েও ট্র্যাজিক হিরো হয়ে আছেন রোনালদো। তবে তার এই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন দলের কোচ জিনেদিন জিদান। রিয়াল কোচের মতে, শাস্তির মাত্রাটা অনেক বেশিই হয়ে গেছে। গত রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য পর্তুগিজ সুপারস্টারকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়। ম্যাচটিতে ৩-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে শিরোপায় একহাত দিয়ে রেখেছে রিয়াল। ম্যাচে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় এমনিতেই এক ম্যাচের জন্য অটোমেটিক নিষেধাজ্ঞা পান রোনালদো। অন্যদিকে রেফারিকে ধাক্কা দেওয়ায় আরো চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। নাটকীয়তার শুরু খেলার ৮০ মিনিটে। ন্যু ক্যাম্পে ম্যাচ যখন চরম উত্তেজনায় তখনই রোনালদোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বাঁধভাঙা আনন্দে নিজের জার্সি খুলে উদ্যাপনে মেতে ওঠেন ‘সিআর সেভেন’। যে কারণে হলুদ কার্ড দেখেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এ টুকু পর্যন্ত ঠিকই ছিল। দুই মিনিট পর ‘ইচ্ছাকৃত’ ডাইভ দেওয়ার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বর্তমান সময়ে অন্যতম সেরা এই ফুটবলার। কিন্তু রিপ্লেতে দেখা যায় রোনালদোকেই বরং ফাউল করা হয়েছে। এই সিদ্ধান্তে প্রতিবাদে রেফারির প্রতি অসন্তোষ প্রকাশ করে রোনালদো তাকে ধাক্কা দিয়ে বসেন। এ ধরনের কাজকে স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী ‘গুরুতর’ অপরাধ বলেই বিবেচনা করা হয়ে থাকে। যে কারণে ৫ ম্যাচ নিষিদ্ধ হন ‘সিআর সেভেন।’

রোনালদোর নিষেধাজ্ঞায় হতাশ জিদান গতকাল মঙ্গলবার বলেছেন, ‘আমরা অনেক হতাশ যে রোনালদো পাঁচ ম্যাচ খেলতে পারবে না। তার শাস্তিটা বেশিই হয়ে গেছে। সুতরাং, অবশ্যই আমরা হতাশ। আমি জানি না কী হবে। ম্যাচটি আবার দেখার পর আমার যেটি মনে হচ্ছে সেটিই বলছি। আর হতাশ হওয়াটাই স্বাভাবিক। আমি জানি না রোনালদোর বিরুদ্ধে ক্যাম্পেইন হবে কি না। আশা করি তেমনটা হবে না। এমনটা হোক সেটি আমিও চাই না। কিন্তু শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের শাস্তিটা বেশিই হয়ে গেল।’

ট্রান্সফার মৌসুম শেষ হওয়ার আগেই নতুন খেলোয়াড় কেনার ইঙ্গিত দিয়েছেন জিদান। তবে কাউকেই ক্লাব ছাড়তে হবে না বলেও জানিয়েছেন তিনি, ‘সবাই ক্লাবেই থাকবে। আগামী ৩১ আগস্টের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist