ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৭

ব্রাজিলের দল ঘোষণা

‘মেসি-রোনালদোর পাশে নেইমার’

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে তো বটেই, স্বাগতিক রাশিয়ার পর সবার আগে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাইপর্বের শেষ দুই ম্যাচে হারানোর কিছুই নেই ‘সেলেসাও’দের কিছুটা হালকা মেজাজে খেলতেই পারে। কোচ তিতেও ইঙ্গিত দিয়েছিলেন তেমনটা- বিশ্বকাপের আগে ঘরোয়া ফুটবলারদের একটু পরীক্ষা নিতে চান তিনি। কিন্তু উল্টো চিত্র দেখা গেল বৃহস্পতিবার দল ঘোষণার পর। ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল। কাউকেই কোনো ছাড় দিতে নারাজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বার্সেলোনা থেকে রেকর্ড দামে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাওয়ার পর প্রথমবার ব্রাজিলের জার্সি পরবেন নেইমার। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন ২৫ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার। পিএসজির সতীর্থ মারকুইনহোস, দানি আলভেজ ও থিয়াগো সিলভার সঙ্গে খেলবেন তিনি।

ফরাসি ক্লাবে নেইমারের চলে যাওয়া সম্পর্কে তিতে বলেছেন, ‘সে নতুন চ্যালেঞ্জ খুঁজছে। তার ভাবনায় ছিল নতুন ক্লাব ও ক্যারিয়ার পরিকল্পনা। আসল ব্যাপার হলো ফুটবল উপভোগ করা। দুটি জিনিস হলো মুখ্য: সমর্থকরা ও খেলোয়াড়। তাকে তার ক্লাবে সুখী হতে দিন। মানিয়ে নেওয়ার ও সেরাটা দেওয়ার সুযোগ দিন।’

তিতের মনে হচ্ছে পিএসজিতে যাওয়ার সুবাদে ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর নিয়মিত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন নেইমার, ‘তিনজন খেলোয়াড় এই পুরস্কারের জন্য লড়াই করে-ক্রিস্টিয়ানো, মেসি এবং নেইমার। ক্রিস্টিয়ানো-মেসি ভিন্ন প্রজন্মের; নেইমার তাদের পর্যায়ে যাবে। এবং সেই যাওয়াটা নির্ভর করছে তার পারফরম্যান্সের ওপর; সে মেসির সঙ্গে খেলছে কিনা, তারও ওপর নয়।’

বার্সেলোনার মতোই পিএসজির খেলার কৌশল এবং ফরমেশন। এটাও নেইমারকে সাহায্য করবে বলেও মনে করেন ব্রাজিল কোচ।

‘প্যারিসের দলটি যে কৌশলগত ফরমেশন ব্যবহার করে, তা বার্সেলোনার ফরমেশনের খুবই কাছাকাছি-এটা ৪-৩-৩। একজনকে কেন্দ্রে রেখে দুই ফরোয়ার্ড খেলায় পিএসজি।’

নেইমারের সঙ্গে আক্রমণভাগে আছেন গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও তাইসন। আছেন লিভারপুল-বার্সার টানাটানির মাঝে থাকা ফিলিপ কুতিনহোও। জায়গা পাননি ডেভিড লুইজ ও দগলাস কস্তা। দলে নতুন মুখ গোলরক্ষক এডারসন। রিও অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণজয়ী দলের লুনা ভিয়েরা সুযোগ পাচ্ছেন জাতীয় দলে।

আগামী ৩১ আগস্ট পোর্তো অ্যালেগ্রেতে ইকুয়েডরকে স্বাগত জানাবে ব্রাজিল। এরপর ৫ সেপ্টেম্বর তারা খেলবে কলম্বিয়ার মাঠে।

ইকুয়েডর ও কলম্বিয়া ম্যাচের ব্রাজিল দল :

গোলরক্ষক- অ্যালিসন, এডারসন, ক্যাসিকো; ডিফেন্ডার- দানি আলভেজ, ফ্যাগনার, ফিলিপ লুইস, মার্সেলো, মিরান্দা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, রোদ্রিগো কাইও; মিডফিল্ডার- কাসেমিরো, ফার্নানদিনহো, পাউলিনহো, রেনাতো অগাস্ত, উইলিয়ান, গিউলিয়ানো, ফিলিপ কুতিনহো, লুয়ান; ফরোয়ার্ড- নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনহো, তাইসন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist