ক্রীড়া ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৭

পাকিস্তানে ক্রিকেট ফেরাতে চান শেঠি

তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজাম শেঠি। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্য দৃঢ় প্রত্যয়ী তিনি।

২০০৯ সালের পর থেকে পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসেনি। ২০১৫ সালে কড়া নিরাপত্তায় কেবল জিম্বাবুয়ে একটি সিরিজ খেলতে গিয়েছিল সেখানে। কিন্তু বারবার চেষ্টা করেও বড় কোনো দলকে পাকিস্তানে আনতে পারেননি সাবেক সভাপতি শাহরিয়ার খান। সংবাদমাধ্যমকে নতুন সভাপতি বলেছেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ এটা দেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।’

শেঠির আশা এ বছরের শেষদিকে বিশ্ব একাদশের প্রস্তাবিত সফর সুষ্ঠুভাবে হবে। তিনি বলেছেন, ‘তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমরা বিশ্ব একাদশকে আনার ব্যাপারে আশাবাদী। আগামী দুই-তিন মাস আরো ভালো খবর দিতে পারব আশা করছি। আমাদের সঙ্গে সিরিজ শেষে শ্রীলঙ্কাকে এখানে কয়েকটা ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদের জবাবের অপেক্ষায় আছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist