ক্রীড়া ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৭

মাদক চোরাচালানে অভিযুক্ত মার্কুয়েজ

মেক্সিকোর ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডার তিনি। রয়েছে বর্ণাঢ্য ফুটবল ইতিহাসও। বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার রক্ষণও সামলেছেন অনেক দিন ধরে। সেই রাফায়েল মার্কুয়েজ এবার সংবাদের শিরোনাম হলেন মাদক পাচারের কেলেঙ্কারিতে। তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে মার্কিন রাজস্ব বিভাগ। তবে তারকাদের মধ্যে শুধু রাফায়েল একাই নন, একই অভিযোগ আছে মেক্সিকোর বিখ্যাত সংগীত শিল্পী হুলিও সিজার আলভারেজকে নিয়েও।

রাফায়েলসহ ২১ জন ব্যক্তি এবং ৪২টি প্রতিষ্ঠানকে নিয়ে মার্কিন রাজস্ব বিভাগের অনুসন্ধান চলছে। অভিযুক্তদের সবার ওপরের নামটি ফ্লোরেস হার্নান্দেজ। মার্কিনিরা জানাচ্ছে, মেক্সিকোর বিশ্বকাপ অধিনায়ক ও সাবেক বার্সা ডিফেন্ডারকে ব্যবহার করেই দেশটিতে মাদক আনা-নেওয়া করতেন ফ্লোরেস। মার্কিনিদের ভাষায় রাফায়েল হচ্ছেন মাদক পাচারের ‘ফ্রন্ট পারসন’। তবে ন্যক্কারজনক এই অভিযোগ অস্বীকার করেছেন মেক্সিকানদের প্রিয় ‘রাফা’। নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে গিয়ে হাজিরাও দিয়ে এসেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist