ক্রীড়া ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৭

আবার পিসিবি প্রেসিডেন্ট শেঠি

ব্যক্তিগত কারণে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শাহরিয়ার খান। এরপর থেকে ধারণা করা হচ্ছিল, নাজাম শেঠিই হতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরবর্তী চেয়ারম্যান। সেই অনুমানই সত্যি হয়েছে। আগামী তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমানে পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যান শেঠি। এ নিয়ে তৃতীয় মেয়াদে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেঠি। তিনি ৩২তম পিসিবি প্রধান। এর আগে ২০১৩ সালের জুন থেকে ২০১৪ সালের জানুয়ারি এবং একই বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রখ্যাত এই সাংবাদিক।

গত ৮ জুলাই তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পিসিবির চেয়ারম্যান হিসেবে বিওজির কাছে শেঠির নাম প্রস্তাব করেন। পিসিবির নতুন বোর্ড অব গভর্নসের (বিওজি) ১০ সদস্যের কেউই চেয়ারম্যানের পদে শেঠির আসীন হওয়ার বিপক্ষে দাঁড়াননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist