ক্রীড়া ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৭

আরো শিরোপা চাই জিদানের

মাঝের কয়েক দিন দুঃশ্চিন্তায় পড়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আগের মৌসুমে স্মরণীয় সময় পার করা দলটি একের পর এক ম্যাচে হেরেই যাচ্ছিল। কিন্তু মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে মাঠে নেমেই রিয়াল জানিয়ে দিল তারা বড় মঞ্চের দল। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছেই দিন কয়েক আগে হারা দলটিই আবার একই প্রতিপক্ষকে হারিয়ে জিতে নিয়েছে উয়েফা সুপার কাপের শিরোপা। শিরোপা জয়ের পাশাপাশি রিয়াল বস জিনেদিন জিদান জানিয়ে দিয়েছেন, এ মৌসুমে আরো শিরোপা জয়ের জন্য ক্ষুধার্ত তার দল। আরো অনেক শিরোপা জিততে চান তিনি।

মেসিডোনিয়ার স্কোপিয়েতে মঙ্গলবার রাতে কাসেমিরো ও ইসকোর গোলে ইউরোপা লিগ জয়ী ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারায় চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। ২০১৪ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার এ শিরোপা জিতল স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘আমরা জানি, আমাদের অনেক প্রতিভা আছে। কঠিন পরিশ্রম দিয়ে আমরা দারুণ কিছু অর্জন করতে পারব। আমরা খুব ক্ষুধার্ত, আমরা সব সময় আরো বেশি কিছু চাই।’

দলের খেলা নিয়েও সন্তুষ্ট জিদান, ‘এটা প্রায় নিখুঁত পারফরম্যান্স। প্রথমার্ধটা ছিল চমৎকার। দ্বিতীয়ার্ধে অবশ্য আমাদের কিছুটা ভুগতে হয়েছে।’

এ সময় শিরোপা জয়ের আনন্দের কথাও জানান তিনি, ‘ড্রেসিং রুমে দারুণ উদ্যাপন ছিল। এটা স্বাভাবিক। আমাদের জয়ের আকাক্সক্ষা কখনো কমে না। তারা যে সব জায়গায় শক্তিশালী, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরা অনেক চাপিয়েছি এবং তাদের খেলতে দিইনি।’ এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত ৬৬ ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছে জিদানের দল। তবে সামনের ম্যাচগুলো নিয়ে আরো বেশি সতর্ক ফ্রান্সের এই কোচ। তার ভাবনায় এখন স্প্যানিশ সুপার কাপ। এই শিরোপা জিততে দুই লেগের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে লা লিগা জয়ীরা।

‘আমরা জানি, প্রতিটা ম্যাচ আরো কঠিন হবে। মৌসুমজুড়ে আমরা অনেক ভালো প্রতিপক্ষের সঙ্গে খেলব। প্রথমটাই রোববার। সে জন্য আমরা আমাদের সবটুকুই উজাড় করে দিতে চাই। আর আমাদের প্রতিনিয়ত ভালো করার প্রচুর উচ্চাশাও রয়েছে। ’

এখন এই পারফরম্যান্স ধরে রেখে সামনের মৌসুমেও শিরোপা নিশ্চিত করার লক্ষ্যেই কৌশল আঁটবেন জিনেদিন জিদান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist