ক্রীড়া প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০১৭

বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

মুশফিক কা-ের পর ক্ষমা চেয়ে পার পেলেও, শেষ পর্যন্ত বিপিএলে অংশ নিতে পারছে বরিশাল বুলশ। ঘরোয়া ক্রিকেটের উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে তাদের অংশ নিতে না পারার কারণ মুশফিক নয়। মূলত আর্থিক শর্ত মানতে না পারার কারণে এবারের আসর থেকে বাদ দেওয়া হয়েছে দুবারের ফাইনালিস্টদের। বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা নিশ্চিত করেছেন, ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরে খেলা হবে না বরিশাল ফ্র্যাঞ্চাইজির। ‘আমরা আজকের সভায় বরিশালকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল তা দিতে তারা ব্যর্থ হয়েছে।’

বরিশাল বাদ পড়ায় গতবারের মতো এবারও সাতটি দল খেলবে বিপিএলে। অন্যদিকে সিলেট আসছে নতুন মালিকানা ও নাম নিয়ে। অন্য ফ্র্যাঞ্চাইজির মতো বরিশাল দল গোছানো এখনো শুরু করেনি। বিপিএলের গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এটি নিশ্চিত করেছেন। ফলে আট দল নয়, নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিপিএলে সাত দল অংশ নেবে। বিপিএলের পঞ্চম আসরে আইকন ক্রিকেটার হিসেবে বরিশাল বুলসে যোগ দিয়েছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তবে দলটিকে বাদ দেওয়ায় নতুন দল খুঁজতে হবে উদীয়মান এ তরুণ পেসরাকে।

এ বিষয়ে সিনহা বলেন, ‘যেহেতু তাদের বাদ দেওয়া হয়েছে, সুতরাং নিয়ম হিসেবে মুস্তাফিজ আর বরিশালের খেলোয়াড় নয়। তবে নিলামে তার জন্য নতুন দল ঠিক করা হবে।’

এর আগে বিপিএলের গত আসরের বরিশাল বুলসের মালিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল আউয়াল বুলু মুশফিকের শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত মাসের মাঝামাঝিতে সেটি নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে প্রায় কেঁদেই ফেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist